শিরোনাম: |
অস্ত্র ও মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. ইমরান সরদারকে গ্রেপ্তার করেছে র্যাব ৬।
রোববার (১২ অক্টোবর) খুলনার সোনাডাঙ্গা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সাজাপ্রাপ্ত ইমরান বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী এলাকার বাসিন্দা লোকমান সরদারের ছেলে।
র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, মোরেলগঞ্জ থানার দায়ের হওয়া মাদক ও অস্ত্র মামলায় আসামি ইমরান সরদারের ১৫ বছরের সাজা হয়। এরপর থেকে সে বিভিন্নস্থানে পালিয়ে থাকে। র্যাব ৬ এর একটি চৌকস দল ঘটনাটি জানতে পেরে রোববার নগরীর সোনাডাঙ্গা থানায় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। র্যাব আরও জানায় ওই আসামির অস্ত্র মামলায় ১০ বছর এবং মাদক মামলায় ৫ বছরের সাজা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এফপি/অআ