বিনামূল্যে রক্তদানের সেচ্ছাসেবী সমাজিক সংগঠন বিসিবিডি’র নির্বাহী পরিচালক হলেন সাইফুল।
সোমবার (১৪ এপ্রিল) সংগঠনটির কমিটি ঘোষণা করা হয়। সংগঠনটির পরিচালক (অর্থ) করা হয়েছে তারেক হোসাইনকে এবং দপ্তর সম্পাদক হিসেবে আছেন শাওন ইসলাম।
সংগঠনের অনন্য সদস্যরা হলেন- টিটু মোল্লা, মোস্তাকিম বিল্লাহ, সাগর দেবনাথ, রতন মিত্র। সহযোগী সদস্য হলেন খাইরুল ইসলাম, শাহাদাত হোসেন, আল আমিন।
সংগঠনটি প্রাথমিকভাবে বরগুনার বেতাগীতে মোকামিয়া ইউনিয়নে সেচ্ছায় রক্তদানকারী সংগঠন হিসেবে কাজ শুরু করলেও এখন উপজেলাব্যাপী কাজ করছে।
সংগঠনের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম জানান, ‘শুধুমাত্র একটি উপজেলা নয়, পুরো বাংলাদেশ নিয়ে কাজ করতে চায় ব্লাড কালেক্টর বাংলাদেশ (বিসিবিডি)। বিসিবিডি সকলের ভরসার জায়গা হয়ে উঠবে এমনটাই প্রত্যাশা।’
এফপি/এমআই