| শিরোনাম: |

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে আবারও বিপুল পরিমাণ বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩৪ বিজিবি)।
মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর একদিন আগেই মঙ্গলবার (২৮ অক্টোবর) একই ব্যাটালিয়নের অভিযানে ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার হয়েছিল।
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর ঘুমধুম বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার-৩২ এর কাছাকাছি জামালের ঘের এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. খায়রুল আলম (পিএসসি) ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান, উদ্ধার করা ইয়াবাগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।
বিজিবির একাধিক সূত্র জানায়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ ৩৪ বিজিবি সীমান্ত এলাকায় মাদক চোরাচালান দমনে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করছে। গত কয়েক মাসে একাধিক বিপুল পরিমাণ ইয়াবা জব্দের ঘটনা ঘটেছে।
স্থানীয়দের মতে, বিজিবির এমন টানা অভিযান সীমান্ত এলাকায় মাদক ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে এবং জনমনে আস্থা ফিরিয়েছে।
এফপি/অ