| শিরোনাম: |

মাঠের পারফরম্যান্সে বাংলাদেশকে সাফল্য এনে দেওয়ায় আর্থিক পুরস্কার পাচ্ছে নারী ফুটবল ও অনূর্ধ্ব-১৮ নারী হকি দল। দুই দলকে আজ পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
ফুটবল দলকে ৫০ লাখ টাকা বিপরীতে নারী হকি দলকে ২১ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে এনএসসি। নারী ফুটবল দলের খেলোয়াড়-কোচিং স্টাফসহ মোট ৩১ জন এই টাকা পাবেন।
অন্যদিকে ১৮ খেলোয়াড়ের সঙ্গে কোচ-স্টাফসহ মোট ২১ জন নারী হকি দলের প্রত্যেক ১ লাখ করে টাকা পাবেন। আগমাীকাল সকাল ১০ টায় এনএসসিতে এক অনুষ্ঠান করে পুরস্কার দেওয়া হবে।
গত জুলাইয়ে প্রথমবার এশিয়ান কাপে জায়গা পেয়ে ইতিহাস গড়ে নারী ফুটবল দল। মায়ানমারকে তাদের মাটিতে বাছাই পর্বে ২-১ গোলে হারিয়ে এই সাফল পায় মেয়েরা।
একই মাসে কাজাখস্তানকে ৬-২ গোলে হারিয়ে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে ব্রোঞ্জ পদক জেতে নারী হকি দল।
এফপি/অ