Dhaka, Wednesday | 29 October 2025
         
English Edition
   
Epaper | Wednesday | 29 October 2025 | English
টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস
৫০ লাখ টাকা পাচ্ছে নারী ফুটবল দল, হকি পাবে ২১ লাখ
ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, দিনের তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি
খতিব মহিবুল্লাহ নিখোঁজের ঘটনাটি সাজানো নাটক
শিরোনাম:

সিভিল অ্যাভিয়েশন একাডেমিতে ‘ট্রেন দ্য ট্রেইনার’ কোর্সের সমাপ্তি

প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ১০:১৭ এএম আপডেট: ২২.১০.২০২৫ ১০:৩১ এএম  (ভিজিটর : ১০০)

সিভিল এভিয়েশন একাডেমিতে মঙ্গলবার (২১ অক্টোবর) সাতদিনব্যাপী অনুষ্ঠিত ‘ট্রেন দ্য ট্রেইনার’ কোর্স সফলভাবে সমাপ্ত হয়েছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কোর্সে বেবিচক এবং দেশের শীর্ষস্থানীয় এয়ারলাইন্সসমূহের ১৯ জন প্রশিক্ষক অংশগ্রহণ করেন।


আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অর্গানাইজেশন (ICAO)-এর মানদণ্ড অনুযায়ী প্রশিক্ষণ প্রদানের পদ্ধতি, পাঠ্যক্রম নকশা, ক্লাসরুম ম্যানেজমেন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে অংশগ্রহণকারীরা তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জন করেন। প্রশিক্ষণ শেষে সকল ১৯ জন প্রশিক্ষণার্থী সফলভাবে উত্তীর্ণ হয়ে সনদ গ্রহণ করেন।


কোর্সটির প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন আইকাও সার্টিফাইড ইন্সট্রাক্টর ও সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক জনাব প্রশান্ত কুমার চক্রবর্তী।


এভিয়েশন খাতে দক্ষ ও যোগ্য প্রশিক্ষক গড়ে তোলার উদ্দেশ্যেই মূলত এ কোর্সটি আয়োজন করা হয়। সাতদিনব্যাপী এই কোর্সটি ১২ অক্টোবর শুরু হয়ে ২১ অক্টোবর সনদ বিতরণের মাধ্যমে সমাপ্ত হয়।


সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক জনাব প্রশান্ত কুমার চক্রবর্তী বলেন, বিমান চলাচল সংক্রান্ত প্রতিটি কাজই অত্যন্ত নিখুঁতভাবে সম্পন্ন করতে হয়। এখানে সামান্য ত্রুটিও বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। তাই দক্ষ জনবল তৈরির বিকল্প নেই, আর দক্ষ জনবল গঠনের পূর্বশর্ত হলো দক্ষ ও যোগ্য প্রশিক্ষক তৈরি করা।


এভিয়েশন খাত একটি গুরুত্বপূর্ণ ও জরুরি সেবা হওয়ায় নিরাপদ উড্ডয়ন ও উন্নত যাত্রীসেবা নিশ্চিতে প্রশিক্ষিত জনবল অপরিহার্য। এ লক্ষ্য বাস্তবায়নে সিভিল এভিয়েশন একাডেমি এভিয়েশন খাত সংশ্লিষ্ট বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের পাশাপাশি প্রশিক্ষক তৈরির লক্ষ্যে নিয়মিতভাবে ‘ট্রেন দ্য ট্রেইনার’ কোর্সের আয়োজন করে থাকে।


এফপি/অআ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝