Dhaka, Thursday | 17 July 2025
         
English Edition
   
Epaper | Thursday | 17 July 2025 | English
আইনশৃঙ্খলার অবনতি, অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
সোনাতলার হরিখালী বাজার মোড় কাদা-পানিতে নিমজ্জিত, জনদুর্ভোগ চরমে
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২ যুবককে কুপিয়ে জখম
শেরপুরে বুনো হাতি দ্বারা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ
শিরোনাম:

শেরপুরে বুনো হাতি দ্বারা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ

প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৩:৫০ পিএম  (ভিজিটর : ৪৫)

শেরপুরের শ্রীবরদী সীমান্ত জনপদে খাদ্যের সন্ধানে লোকালয়ে নেমে আসা বুনো হাতি দ্বারা ক্ষতিগ্রস্ত ২৩টি পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করেছে ময়মনসিংহ বন বিভাগ।

১৬ জুলাই বুধবার দুপুরে ময়মনসিংহ বন বিভাগের বালিজুরী রেঞ্জ অফিসের উদ্যোগে রেঞ্জ অফিস রেস্ট হাউস প্রাঙ্গনে  বুনো হাতির হামলায় ক্ষতিগ্রস্ত সীমান্ত এলাকায় বসবাসরত ২৩টি পরিবারের মাঝে ক্ষতিপূরণের ৭ লক্ষ্য ৮০ হাজার টাকার চেক তুলে দেন শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ।

বালিজুরি রেন্জ কর্মকর্তা মো সুমন মিয়া এতে সভাপতিত্ব করেন। এসময় বন বিভাগের বালিজুরী সদর বিট কর্মকর্তা আব্দুর রাকিব সহ হাতি দ্বারা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য, বাগান উপকার ভোগী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বন বিভাগের স্টাফ, ইআরটি দলের সদস্য ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ বন বিভাগের বালিজুরী কর্মকর্তা মো. সুমন মিয়া জানান, মানুষ হাতি দ্বন্দ্ব নিরসনে বন বিভাগ কাজ করে যাচ্ছে, বুনো হাতির আবাসস্থল নির্মাণে ইতিমধ্যেই আমরা রাজা পাহাড়ে ৪০ একর জমিতে বাগান নির্মাণ করছি। 

অত্র পাহাড়ি অঞ্চলের গ্রামবাসীদের জান মালের নিরাপত্তা নিমিওে বন বিভাগ ও স্বেচ্ছাসেবক টিম প্রায় রাতেই হাতি বিচরণ এলাকায় কাজ করে আসছে। বুনো হাতি দ্বারা কোন ক্ষতিগ্রস্ত পরিবার বন নীতিমালা অনুসরণ করে আবেদন করলে যাচাই-বাছাই করে অবশ্যই প্রকৃত ক্ষতিগ্রস্তদের বন বিভাগ থেকে অনুদান দেয়া হবে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝