ইন্দোনেশিয়ার বালির উপকূলের কাছে ৬৫ জন আরোহী নিয়ে একটি ফেরি ডুবে যাওয়ার ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ৩৮ জন। উত্তাল সাগরে রাতভর উদ্ধার অভিযান চালিয়েছে দেশটির জাতীয় উদ্ধার সংস্থা ও নৌবাহিনী।
ডুবে যাওয়া ফেরিটির নাম ‘KMP তুনু প্রাতামা জায়া’। এটি বুধবার রাত ৯টার দিকে পূর্ব জাভার কেতাপাং বন্দর থেকে বালির গিলিমানুক বন্দরের উদ্দেশে ছেড়ে যায়। যাত্রার মাত্র আধাঘণ্টা পরই শক্তিশালী ঢেউয়ের কবলে পড়ে ফেরিটি ডুবে যায়।
ফেরিটিতে মোট ৬৫ জন ছিলেন, যার মধ্যে ৫৩ জন যাত্রী এবং ১২ জন ক্রু। ফেরিটিতে ১৪টি ট্রাকসহ মোট ২২টি যানবাহনও ছিল বলে নিশ্চিত করেছে উদ্ধারকারী সংস্থা BASARNAS।
পূর্ব জাভার বানয়ুওয়াঙ্গি শহরের পুলিশপ্রধান রামা সামতামা পুত্রা জানিয়েছেন, এখন পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ২৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা উত্তাল সাগরে ভেসে ছিলেন, ফলে উদ্ধারকৃতদের অনেকেই ছিলেন অচেতন অবস্থায়।
উদ্ধারকাজে অন্তত ৯টি নৌকা অংশ নেয়। তবে ঘন অন্ধকার আর প্রায় দুই মিটার উচ্চতার ঢেউয়ের কারণে উদ্ধারকর্মীদের কাজ ব্যাহত হয়। অভিযান এখনো চলছে।
BASARNAS-এর এক মুখপাত্র জানান, দুর্ঘটনার সময় এলাকার আবহাওয়া খারাপ ছিল। প্রবল ঢেউ এবং ঝোড়ো হাওয়ার মধ্যে ফেরিটি তার ভারসাম্য হারায় এবং কয়েক মিনিটের মধ্যেই ডুবে যায়।
ইন্দোনেশিয়া একটি দ্বীপরাষ্ট্র হওয়ায় জলপথেই বেশি যাতায়াত হয়। কিন্তু নিয়মিতই ফেরি দুর্ঘটনার ঘটনা ঘটে- বিশেষ করে অতিরিক্ত যাত্রী বহনের কারণে। ফেরিটি কি অতিরিক্ত বোঝাই ছিল, কিংবা যান্ত্রিক কোনো সমস্যা ছিল কি না- তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।
উদ্ধারকাজ অব্যাহত রয়েছে এবং নিখোঁজদের সন্ধানে আজ সারা দিন জুড়েই অভিযান চলবে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
এফপি/রাজ