Dhaka, Friday | 15 August 2025
         
English Edition
   
Epaper | Friday | 15 August 2025 | English
সাদাপাথর সাত দিনের মধ্যে আগের জায়গায় ফেলার নির্দেশ হাইকোর্টের
রূপসায় সাব্বির হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪
জনগণের হাতে ক্ষমতা ফেরাতে ফেব্রুয়ারিতে অবাধ নির্বাচন: প্রধান উপদেষ্টা
জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ল ১ মাস
শিরোনাম:

পাকিস্তানে ভারি বৃষ্টি ও বন্যায় ১১৭ জনের প্রাণহানি

প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৫:৫৮ পিএম  (ভিজিটর : ১৭)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পাকিস্তানে গত ২৪ ঘণ্টায় মৌসুমি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় কমপক্ষে ১১৭ জনের প্রাণহানি হয়েছে। আজ শুক্রবার (১৫ আগস্ট) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।

পাকিস্তানের পাহাড়ি অঞ্চল অধ্যুষিত খাইবার পাখতুনখোয়া প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে এই প্রদেশটিতে। গত ২৪ ঘণ্টায় সেখানে মোট ১১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এছাড়া আরও সাতজন মারা গেছে পাকিস্তান শাসিত কাশ্মীরে।

খাইবার পাখতুনখোয়ার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রদেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় বাজাউর জেলায় অতিভারি বৃষ্টিপাতের কারণে (ক্লাউডবার্স্ট) সৃষ্টি হওয়া আকস্মিক বন্যায় বেশ কিছু বাড়িঘর ভেসে গেছে। এ ঘটনায় সেখানে ১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পাকিস্তানের আবহাওয়া বিভাগ দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে আরও অতিভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে এবং লোকজনকে উপদ্রুত এলাকায় চলাফেরা করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে বলেছে।

এদিকে, এই গ্রীষ্মে মৌসুমি বায়ুর প্রভাবে পাকিস্তানে অবিরাম বৃষ্টিপাতের মতো ঘটনা ঘটছে। কর্তৃপক্ষ বলছে এতো বৃষ্টিপাতের ঘটনা স্বাভাবিক নয়। বৃষ্টিপাতের কারণে সৃষ্টি হওয়া আকস্মিক বন্যায় দেশটিতে এ পর্যন্ত ৩২০ জনের মৃত্যু হয়েছে যাদের অধিকাংশই শিশু। মৃত্যুর কারণ হিসেবে বাড়িঘর ধসে পড়া, আকস্মিক বন্যা ও বিদ্যুতায়িত হওয়ার ঘটনাকে দায়ী করা হচ্ছে।

২০২২ সালে পাকিস্তানে মৌসুমি বৃষ্টিপাতের ফলে সৃষ্টি হওয়া বন্যায় দেশটির একতৃতীয়াংশ এলাকা ডুবে গিয়েছিল। এ সময় এক হাজার ৭০০ লোকের প্রাণহানি ঘটেছিল।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝