নির্বাচনে জালিয়াতির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ। রাহুলের বোন প্রিয়াঙ্কা গান্ধী ও শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউতকেও আটকের খবর দিয়েছে এনডিটিভি।
নরেন্দ্র মোদির দল বিজেপির সঙ্গে নির্বাচন কমিশন যোগসাজশ করে ভোটে জালিয়াতি করেছে এমন অভিযোগে ওই বিক্ষোভ মিছিলের আয়োজন করে বিরোধী জোট ‘ইন্ডিয়া ব্লক’। সোমবার সকালে আটক হওয়ার সময় সাংবাদিকদের উদ্দেশে রাহুল বলেন, এই লড়াই রাজনৈতিক নয়, এটি সংবিধান রক্ষার লড়াই। এই লড়াই মানুষের ভোটের অধিকারের জন্য।
রাহুলকে আটকের তথ্য নিশ্চিত করেছেন দিল্লি পুলিশের যুগ্ম কমিশনার দীপক পুরোহিত। তবে মোট কয়জনকে আটক করা হয়েছে তিনি তা জানাননি। শুধু বলেছেন, আটককৃতদের সমাবেশ স্থলের পাশের একটি থানায় নেওয়া হয়েছে।
দীপক পুরোহিত বলেন, বিরোধী দলকে বড় পরিসরে বিক্ষোভ সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। কথা ছিল ৩০ জন সংসদ সদস্যের একটি দল নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ জমা দেবে।
বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, আটককৃতদের মধ্যে আরও আছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী সাগরিকা ঘোষ। তাদের পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনে নেওয়া হয়েছে। আটকের সময় সরকারকে উদ্দেশ্য করে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ‘তারা ভয় পাচ্ছে।’ এর আগে নির্বাচন কমিশন অভিমুখে যাত্রার সময় ইন্ডিয়া ব্লকের নেতারা ‘ভোট চোর, ভোট চোর’ বলে স্লোগান দেন।
এফপি/এমআই