গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলোর বিভাজনের কারণেই ছাত্র সংসদ নির্বাচন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
সোমবার (১১ আগস্ট) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সের সম্মেলন কক্ষে বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেছেন, এবার যদি বিশ্ববিদ্যালয় গুলোতে ছাত্র সংসদ নির্বাচন না হয়, তাহলে আবার তিন দশকেও হবে না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর হল কমিটি প্রণয়ন প্রসঙ্গে নুরু বলেন, আমরা হল পর্যায়ে রাজনীতি চাই না, তবে ক্যাম্পাসে রাজনীতির চর্চা থাকুক—সেটি ছাত্র সংগঠনগুলোর বোঝাপড়ার মাধ্যমে হওয়া উচিত।
জাতীয় নির্বাচন বিষয়ে তিনি সন্দেহ প্রকাশ করে বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে কি না তা নিয়ে আমার সংশয় আছে। কারণ, নির্বাচনের আগে দেশি-বিদেশি প্রেক্ষাপট ও রাজনৈতিক দলগুলো গণঅভ্যুত্থানের পক্ষে থাকার দাবি করলেও তাদের মধ্যে বিভাজন চরমে পৌঁছেছে। এই বিভাজনের কারণেই নির্বাচন বাস্তবায়ন নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।
ঐক্যমত্য কমিশনের আলোচিত বিষয় পি-আর পদ্ধতি নিয়ে নুর বলেন, বিএনপির এ বিষয়ে দ্বিমত রয়েছে। পদ্ধতিটি পাস হয়েছে ঠিকই, কিন্তু নোট অব ডিসেন্ট দেওয়া হয়েছে। বাংলাদেশে এটি কার্যকর হলে সংসদ বারবার ভেঙে দেওয়া হতে পারে। এটি কার্যকর হবে কি না, তা নির্ভর করবে আগামীতে যারা সরকার গঠন করবে তাদের ওপর।
‘দাসত্ব নাকি মুক্তি/ শিক্ষার্থীদের ভাবনায় ছাত্র সংসদ’ শীর্ষক এই মতবিনিময় সভার আয়োজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুক্তালাপ। সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্র উপদেষ্টা ও শিক্ষেকরা উপস্থিত ছিলেন।
এফপি/রাজ