চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মোহাম্মদ ওয়াসি (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আধুনগরের রশিদের ঘোনা আইয়ুব মেম্বারের এলাকাস্থ শাহ আকতারিয়া রহঃ হেফজখানার সামনের পুকুরে ডুবে শিশুটির মৃত্যুবরণ করেন।
নিহত মোহাম্মদ ওয়াসি উপজেলার আধুনগরের ৪নং ওয়ার্ডের রশিদের ঘোনা মিয়াজি পাড়ার ওসমান গনি সওদাগরের পুত্র এবং একই ওয়ার্ডে শাহ আকতারিয়া রহঃ হেফজখানার শিক্ষার্থী।
নিহতের চাচা মোস্তফা কামাল বলেন, বাড়ির পার্শ্বে শাহ আকতারিয়া হেফজখানায় হেফজ বিভাগে পড়াশুনা করে ভাতিজা ওয়াসি। ঘটনার সময় কাউকে না বলে গোসল করতে পুকুরে কোন এক সময় পুকুরে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে ওয়াসিকে পুকুরের পানিতে ভেসে থাকতে দেখতে পান এলাকাবাসিরা। তাঁকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইকবাল হোসাইন বলেন, বেসরকারি হাসপাতালে ওয়াসি নামে একটি শিশুকে নিয়ে আসে। হাসপাতালে নিয়ে আসার পুর্বে মারা যান শিশুটি।
এফপি/রাজ