চট্টগ্রামের বাঁশখালীতে মামলা প্রত্যাহার না করে আদালত থেকে বাড়ি ফেরার পথে আসামিপক্ষের হামলায় মোজাহের আলী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার গণ্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা গোলাপজান বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত মোজাহের আলী বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা ৭ নম্বর ওয়ার্ডের দরফ আলী সিকদার বাড়ির শেয়ার আলীর ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত এপ্রিল মাসে নিহত মোজাহের আলীর পুত্র শাকিলকে মারধর করে একই এলাকার আলী আকবরের ছেলে দেলোয়ার। পরে একই ঘটনায় গত ৯ মে মোজাহের আলীর বসতবাড়ি ও দোকানে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় স্থানীয় আব্দুর রহমান, রাকিব, দেলোয়ারসহ ২৩ জনকে আসামি করে মামলা করেন মোজাহের আলী। ওই মামলার তিন আসামি বর্তমানে জেল-হাজতে রয়েছেন।
বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে এই মামলার শুনানির দিন ছিল। মামলার শুনানি শেষে আসামিদের জামিন নামঞ্জুর করায় আসামিপক্ষ ক্ষিপ্ত হয়ে আদালত থেকে বাড়ি ফেরার পথে মোজাহের আলীর পথ রোধ করে ইট ও হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করে রাস্তার পাশের জমিতে ফেলে দেয়। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
নিহতের ছোট ভাই জহিরুল ইসলাম বলেন, ‘গত তিন মাস আগে আমাদের বসতঘর ও দোকানে অগ্নিসংযোগ করার ঘটনায় দায়ের করা মামলায় চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে এই মামলার শুনানির দিন ছিল। ওই মামলার তিন আসামি বর্তমানে জেল-হাজতে রয়েছেন। তাদের জামিন নামঞ্জুর করেন আদালত। পরে মামলার শুনানি শেষে বাড়ি ফেরার পথে আসামিপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে আমার ভাইকে লাঠি, ইট ও হাতুড়ি দিয়ে অতর্কিত হামলা চালান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।’
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। লাশের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় জড়িতদের প্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।
এফপি/রাজ