Dhaka, Monday | 28 April 2025
         
English Edition
   
Epaper | Monday | 28 April 2025 | English
রোমান্টিক ওয়েদারে প্রিয়জনকে যেভাবে সময় দিবেন
কাশ্মীরিদের বাড়ি গুঁড়িয়ে দিচ্ছে ভারতীয় সেনারা
আসিফ নজরুলের বাসভবনে ড্রোন, নিরাপত্তা জোরদার
ফেসবুকে ঘোষণা দিয়ে পাঠাগার থেকে শত শত বই লুট
শিরোনাম:

মুক্তির আকাঙ্ক্ষায়

প্রকাশ: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ৭:২৮ পিএম  (ভিজিটর : ১৬৭)
ছবি: মো. দেলোয়ার হোসাইন

ছবি: মো. দেলোয়ার হোসাইন

মুক্তি চেয়েছি কত যুগ ধরে,
আকাশে উড়তে চেয়েছি ডানা মেলে।
পায়ে শিকল বাঁধা, মনেও বোঝা;
তবু স্বপ্ন দেখি সূর্যোদয়ের সোঁদা।

পাহাড় ডেকে বলে- এগিয়ে আসো  
নদী গেয়ে ওঠে- প্রবাহিত হও,
মাটি জানায়- আমি তোমার ঘর
তবু বন্দিত্বে হৃদয় পুড়ে যায় বারবার।

দিন আসে-দিন যায়, রাতের নীরবতা
তোমার ভেতরেও জাগে এক বিপ্লবের গাথা;
বন্দী পৃথিবীর মাঝে খুঁজো আলোক রশ্মি
নিজের ভেতরে তৈরি করো মুক্তির ভূমি।

শুধু নয় দেয়াল ভাঙার কথা
মুক্তি মানে ভেতরের দাসত্বের ব্যথা,
প্রতিটি শ্বাসে যদি বাজে স্বাধীনতার গান
তবে জানবে- তুমি পেরিয়েছো জীর্ণ বাঁধনের জাল।

পথের শেষে কেউ বলবে না কিছু
তোমার পায়ের দাগে উঠবে মুক্তির পুষ্প,
সামনে চেয়ে দেখো- অন্ধকারের শেষে আলো
তোমার সাহসে ছড়িয়ে পড়বে জীবন তরীর পালো।

তাই আজও বলি- ভেঙে ফেলো শিকল
জ্বালাও প্রদীপ, দেখাও মনের বিকল;
মুক্তি শুধু পথ নয়, এক চিরন্তন ভাষা
যা বয়ে আনে বাঁচার নিত্য উদার প্রশংসা।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝