Dhaka, Tuesday | 24 June 2025
         
English Edition
   
Epaper | Tuesday | 24 June 2025 | English
কেশবপুরে ভুয়া বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করায় জরিমানা
করোনা আরও ৩ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, আক্রান্ত ৩৯২
সে যেই হোক, ইরানে আক্রমণ সহ্য করব না: এরদোয়ান
শিরোনাম:

১৯২ শিক্ষার্থীকে ভাইস-চ্যান্সেলর স্কলারশিপ দেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ১২:০৯ পিএম  (ভিজিটর : ৩৪৬)

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে-(কুবি) অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য ভাইস-চ্যান্সেলর স্কলারশিপ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নতুন নীতিমালার আলোকে এ বছর মোট ১৯২ জন শিক্ষার্থী এই স্কলারশিপের আওতায় আসবেন।

গত ২৮ মে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, ভাইস-চ্যান্সেলর স্কলারশিপ বিষয়ক নীতিমালা কমিটির সুপারিশক্রমে বিভাগসমূহ থেকে শিক্ষার্থী মনোনয়নের জন্য তালিকা আহ্বান করা হচ্ছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, স্নাতকোত্তর পর্যায়ে প্রতিটি বিভাগ থেকে ২ জন করে মোট ৩৮ জন শিক্ষার্থীকে CGPA ভিত্তিতে বাছাই করা হবে। অন্যদিকে, স্নাতক (সম্মান) পর্যায়ে ১ম বর্ষ থেকে ৪র্থ বর্ষ পর্যন্ত প্রতিটি সেশন থেকে ২ জন করে প্রতিটি বিভাগ থেকে মোট ৮ জন শিক্ষার্থী মনোনীত হবে। সর্বমোট ১৯টি বিভাগে এভাবে ১৫২ জন শিক্ষার্থী বৃত্তির জন্য বিবেচিত হবেন।

এছাড়া ফার্মেসি বিভাগের অতিরিক্ত ৫ম বর্ষ থেকে ২ জন শিক্ষার্থীকে স্কলারশিপ দেওয়া হবে।

এই স্কলারশিপের জন্য শিক্ষার্থী বাছাইয়ের উদ্দেশ্যে বিভাগীয় প্রধান, বিভাগীয় ছাত্র উপদেষ্টা এবং বিভাগের মনোনীত একজন শিক্ষককে নিয়ে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। বাছাইকৃত শিক্ষার্থীদের তালিকা ও ফলাফল আগামী ২৪ জুন ২০২৫ তারিখের মধ্যে রেজিস্ট্রার দপ্তরের অ্যাকাডেমিক শাখায় জমা দেওয়ার নির্দেশনা রয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগ মেধাবী ও আর্থিকভাবে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অব্যাহত রাখতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

এদিকে এর আগেও ভাইস চ্যান্সেলর স্কলারশিপ প্রদান করা হয়েছে। তবে সেসময় কোনো নীতিমালা না থাকায় প্রতিবারই সমালোচনার মুখোমুখি হতে হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। তবে এবার স্কলারশিপ প্রকল্প চালুর সঙ্গে এই স্কলারশিপের নীতিমালাও প্রকাশ করেছে প্রশাসন।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝