বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসেন ফয়সালকে বিশ্ববিদ্যালয়ের নতুন (ভারপ্রাপ্ত) প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো: মুহসিন উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ১৭ জুলাই জারিকৃত এক অফিস আদেশে উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. সোনিয়া খান সনিকে অব্যাহতি দিয়ে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সাখাওয়াত হোসেনকে প্রক্টর (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ দেওয়া হলে নিয়োগের পরপরই তার আওয়ামী লীগ সংশ্লিষ্টতা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। তিনি দায়িত্ব গ্রহণ না করায় ৪ দিনের ব্যবধানে নতুন এ আদেশ জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নতুন দায়িত্ব পালনকালীন ড. রাহাত বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী নির্ধারিত ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন। তবে তিনি যদি একাধিক অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত থাকেন, সেক্ষেত্রে বিধি অনুযায়ী যেকোনো একটি দায়িত্বের জন্যই ভাতা ও সুবিধা প্রযোজ্য হবে। এ নিয়োগ আদেশ যোগদানের তারিখ থেকেই কার্যকর হবে।
এফপি/রাজ