শরীয়তপুরে প্রতিবন্ধী শিশুদের সমাজের মূল স্রোতধারায় ফিরিয়ে আনার লক্ষ্যে সমাজসেবা অধিদপ্তরের প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিনের সভাপতিত্বে ও সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এস এম আনোয়ারুল করিম।
এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সুবিধাভোগী প্রতিবন্ধী শিশু ও তাদের পরিবার এতে অংশ নেন।
এসময় বক্তারা বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের উন্নয়ন, শিক্ষার সুযোগ সম্প্রসারণ, সমাজের মূল স্রোতধারায় তাদের সম্পৃক্তকরণ এবং আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে সরকারি উপবৃত্তি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এফপি/এমআই