অবকাঠামোগত উন্নয়ন, আয়তন বৃদ্ধি ও পরিবহন সংকট নিরসনের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে মানববন্ধন করা হয়। পরে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা যত দ্রুত সম্ভব এসব সমস্যা নিরসনে প্রয়োজনীয় বরাদ্দ বাস্তবায়নের দাবি জানান।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত ক্লাসরুম, আবাসিক হল ও বাসের অভাব রয়েছে। ফলে শিক্ষার্থীরা চরম ভোগান্তির মধ্যে দিন পার করছেন। অবকাঠামোগত দুর্বলতার কারণে একাধিক বিভাগের ক্লাস একত্রে নিতে হচ্ছে।
এ সময় শিক্ষার্থীদের হাতে “পরিবহন পুলে পর্যাপ্ত বাস যুক্ত করো”, “অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করো”, “পর্যাপ্ত ক্লাসরুম ও আবাসিক হল চাই”, “৫০ একরে বৃদ্ধি করো” ইত্যাদি দাবিসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১১ সালে প্রতিষ্ঠিত বরিশাল বিশ্ববিদ্যালয়ে বর্তমানে রয়েছে মাত্র ২টি একাডেমিক ভবন। সেখানে ২৫টি বিভাগের পাঠদান চলছে মাত্র ৩৬টি শ্রেণিকক্ষে- একাডেমিক ভবন-১-এ ১৩টি, একাডেমিক ভবন-২-এ ১৫টি এবং প্রশাসনিক ভবনে ৮টি কক্ষে। পুরো বিশ্ববিদ্যালয়ে রয়েছে মাত্র ৩২টি ল্যাব।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়টির অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ফিজিবিলিটি স্টাডির জন্য ৩ কোটি ৯ লাখ ৩৩ হাজার টাকা বরাদ্দের অনুমোদন পাওয়া গেছে। তবে এখনো এর বাস্তবায়নের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।
আইন বিভাগের শিক্ষার্থী এস. এম. ওয়াহিদুর রহমান বলেন, “একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মৌলিক সুযোগ-সুবিধাগুলোও এখানে নেই। এ বছর বিশ্ববিদ্যালয়ে মাত্র ৬৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় নগণ্য। ক্লাস সংকটের কারণে আমরা দুই-তিনটি বিভাগ মিলে এক ক্লাসরুমে ক্লাস করি। এটি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের চিত্র হতে পারে না। আমরা দ্রুত সমাধান চাই।”
এফপি/রাজ