পশ্চিম মোসলেমাবাদ সরকারি প্রথামিক বিদ্যালয়ের ভবন, শিক্ষক থাকলেও শিক্ষার্থী নেই একজনও।
বুধবার (৬ আগস্ট) দুপুরে এমনটিই দেখা গেছে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের পশ্চিম মোসলেমাবাদ সরকারি প্রথামিক বিদ্যালয়ে।
খাতা-কলমে বিদ্যালয় কর্তৃপক্ষ ১০০ জন শিক্ষার্থী জানালেও দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত কোনো শ্রেণিকক্ষে একজন শিক্ষার্থীকেও পাওয়া যায়নি। অফিসকক্ষে তিনজন সহকারী শিক্ষক ছিলেন। তাঁরা গল্প করে সময় কাটাচ্ছিলেন। আর স্কুল মাঠ যেন পাট কাঠি শুকানো ও গোচারণ ভূমিতে পরিণত হয়েছে।
বুধবার (৬ আগস্ট) দুপুর ২টার দিকে সরেজমিনে দেখা যায়, বিদ্যালয় ভবনের শ্রেণিকক্ষগুলো ফাঁকা। পতাকাটি অর্ধনমিত। বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ ৬ জন শিক্ষকের মধ্যে তিনজন সহকারি শিক্ষক উপস্থিত ছিলেন। এসময় একজন শিক্ষার্থীও উপস্থিত ছিল না।
সহকারী শিক্ষকরা জানান, প্রধান শিক্ষিকা উপজেলা শিক্ষা অফিসে গেছেন। এক শিক্ষক চিকিৎসা ছুটিতে, অন্যজন প্রশিক্ষণে আছে। শিক্ষার্থীরা বাড়িতে চলে গেছে। শিক্ষার্থীদের হাজিরা দেখতে চাইলে তারা প্রধান শিক্ষকের অনুমতি ছাড়া দেখাতে পারবেন না বলে জানান।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছরীন বেগম পান্না বলেন, তিনি উপজেলায় ছিলেন। বিদ্যালয়ে কাগজ-কলমে ১০০ জন শিক্ষার্থী আছে। উপজেলায় যাওয়ার আগে বিদ্যালয়ে কয়েকজন রেখে এসেছিলাম। পতাকা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বাতাসে পতাকা সরে গেছে।
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা নূরুল আমিন বলেন, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
এফপি/রাজ