Dhaka, Monday | 26 May 2025
         
English Edition
   
Epaper | Monday | 26 May 2025 | English
প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান বিচারপতির বৈঠক
রাস্তায় নামলে ইউনূস সাহেব ২৪ ঘণ্টাও থাকতে পারবেন না: গয়েশ্বর
ভাঙ্গায় প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
অভিনেতা মুকুল দেব মারা গেছেন
শিরোনাম:

কুলাউড়ায় যানজট নিরসন ও সড়ক প্রশস্তকরণের দাবিতে মানববন্ধন

প্রকাশ: সোমবার, ২৬ মে, ২০২৫, ১২:৩৮ এএম  (ভিজিটর : ২)

মৌলভীবাজারের কুলাউড়ায় পৌর শহরকে যানজটমুক্ত, ফুটপাত দখলমুক্ত ও মূল সড়ক দুই লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এসময় দ্রুত এ বিষয়ে পদক্ষেপ প্রহণ করা না হলে আগামীতে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারী দিয়েছেন আয়োজকরা। মানববন্ধনে ‘যানজটের সমাধান চাই দুই লেনের রাস্তা চাই, এক লেনের বিশৃঙ্খলা নয়, চাই দুই লেনের সুব্যবস্থা, সঠিক পরিকল্পনা চাই দুই লেনের রাস্তা চাই, পরিবহন সমস্যা দূর করো প্রশস্ত রাস্তা  তৈরি করো, জনদূর্ভোগ এড়াতে চাই দুই লেনের রাস্তা’ স্লোগান সংবলিত বিভিন্ন প্লেকার্ড-ফেস্টুন নিয়ে শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন।

রোববার (২৫ মে) দুপুরে পৌরসভার সম্মুখে কুলাউড়ার সর্বস্তরের জনগণ ও শিক্ষার্থীবৃন্দের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ফরহাদ মাহমুদের সভাপতিত্বে ও কুলাউড়া সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক ছাত্র প্রতিনিধি শামীম আহমদের সঞ্চালনায় একাত্মতা পোষণ করে বক্তব্য দেন পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনামুল ইসলাম, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দেলোয়ার হোসেন, পৌর বিএনপি নেতা শামীম আহমদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কাওসার আহমদ নিপার, যুগ্ম আহবায়ক আব্দুল মুহিত বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রেজাউল আলম ভূঁইয়া খোকন প্রমুখ।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পৌর প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, মৌলভীবাজার জেলার অন্যান্য উপজেলা শহরে সড়কগুলো দুই লেনে উন্নীত হলেও রাজনৈতিক প্রভাবে দীর্ঘদিন থেকে কুলাউড়া পৌর শহরের প্রধান সড়ক প্রশস্তকরণ ও দুই লেনে উন্নীত হয়নি। এরফলে পৌর শহরে প্রতিনিয়ত লেগে থাকে যানজট।

বর্তমান সময়ে যদি ছাত্রজনতার দাবিতে সড়কটি দুই লেনে উন্নীত করা না যায় তাহলে ভবিষ্যতে আর হবে কিনা সন্দেহ রয়েছে। শহরের প্রধান সড়ক দিয়ে জুড়ী, বড়লেখা ও বিয়ানীবাজার উপজেলার লোকজন ও যানবাহন চলাচলে করে।

তারা আরো বলেন, শহরের প্রধান সড়কের দুইপাশে অবৈধ ফুটপাত উপজেলা প্রশাসনের অভিযানে দখলমুক্ত করা হলেও একদিন পরই ফের ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন হকাররা। এমনকি শহরের মূল সড়কের দুই পাশে সিএনজি অটোরিকশা ও ব্যাটারি চালিত অটোরিকশার যত্রতত্র পাকিংয়ের কারণে যানজট চরম আকার ধারণ করে। তাই শহরের যানজট নিরসন করতে হলে হকারদের স্থায়ী পুনর্বাসন করতে হবে এবং যানবাহন চলাচলে ট্রাফিক পুলিশের তদারকি বৃদ্ধি করার দাবি জানান।

কুলাউড়ার ট্রাফিক ইন্সপেক্টর সুপ্রিয় দেব বলেন, জনবল সংকট থাকলেও যানজট নিরসনে আমরা চেষ্টা করে যাচ্ছি। ফুটপাত দখলের বিষয়ে অনেককে উচ্ছেদ করা হলেও তারা আবারো বসে যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মহিউদ্দিন বলেন, জেলা প্রশাসক  মহোদয়ের কাছে শিক্ষার্থীরা স্মারকলিপি দিয়েছেন। শহরের যানজট নিরসনে আমরা কাজ করে যাচ্ছি। অবৈধ ফুটপাত দখলমুক্ত করতে আবারো অভিযান পরিচালনা করা হবে। মানববন্ধনে দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অবহিত করা  হবে।  তিনি আরো বলেন, গত জানুয়ারি মাসে জেলা উন্নয়ন সভায় পৌর শহরের প্রধান সড়ক প্রশস্ত করে দুই লেনে উন্নীত করার জন্য আলোচনা করেছি। তখন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী  প্রকৌশলী বলেছেন, তিনি প্রকল্প প্রস্তাবনা তৈরি করে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠাবেন।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝