বগুড়ার সোনাতলার পদ্মপাড়া গ্রামে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় শাজাহান আলী আকন্দ (৬০) নামে এক বৃদ্ধকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শাজাহান আলী আকন্দ সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়নের পদ্মপাড়া গ্রামের মৃত আসামুদ্দিন আকন্দের ছেলে। পরে সোনাতলা থানায় একটি ধর্ষণচেষ্টা মামলা করেছে ঘটনার শিকার শিশুটির মা।
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি ৩০ জুলাই দুপুরে উপজেলার পদ্মপাড়া (বিলপাড়া) গ্রামে চাচীর উঠানে একাকী খেলছিলো। বৃদ্ধ শাজাহান সেখান থেকে কৌশলে শিশুটিকে বাড়ির পিছনের পাটক্ষেতে নিয়ে ধর্ষণচেষ্টা করে। শিশুটির চাচী পাটক্ষেতের পাশে শাক তোলার জন্য গেলে ঘটনাটি তার চোখে পড়ে। তাকে দেখে পালিয়ে যায় ধর্ষণচেষ্টাকারী বৃদ্ধ শাজাহান।
বুধবার অভিযুক্ত শাজাহানকে আটক করে স্থানীয় জনগণ ৯৯৯ নম্বরে (জরুরী সেবা) ফোন দিলে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ মিলাদুন নবী জানান, ৫ বছরের একটি শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় শাজাহান আলী আকন্দ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এফপি/রাজ