কুড়িগ্রামের নাগেশ্বরীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে ফুল শিক্ষা বৃত্তি-২০২৪ প্রদন করা হয়েছে। স্থানীয় অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ফাইট আনটিল লাইট (ফুল) এর আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই বৃত্তি প্রদান অনুষ্ঠান হয়।
এ সময় উপজেলার সরকারি ও বেসরকারি ২০ শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জন বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে সনদপত্র ও নগদ অর্থ প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ।
ফুল এর পরিচালক ও ফুল শিক্ষাবৃত্তির সদস্য সচিব আব্দুল কাদেরের সঞ্চালণায় এ সময় প্রধান অতিথিসহ আরও বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, নাগেশ্বরী কলেজের সহকারী অধ্যাপক (অব.) আমজাদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম, পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হক, রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, হাতিয়ারভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল-আমিন, নিউ প্রতিশ্রুতি কিন্ডার গার্টেন এ্যান্ড স্কুলের পরিচালক শহিদুল ইসলামসহ অনেকে।
এফপি/এমআই