জয়পুরহাট জেলায় সর্বমোট ২৯৩টি মন্ডপে দূর্গা পুজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে জয়পুরহাট সদর উপজেলায় ১১৮টি, পাঁচবিবি উপজেলায় ৭৫টি, আক্কেলপুরে ৩৭টি, ক্ষেতলালে ৩৫টি, কালাইয়ে ২৮, মন্দির-মন্ডপে তৈরি করা হচ্ছে প্রতিমা। মাটির প্রলেপ দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে এগুলো।
কয় দিন পরেই রং-তুলির আঁচড়ে দৃষ্টিনন্দন করা হবে এসব প্রতিমার অবয়ব। বামনকুন্ডা নিশিরমোড় সার্বজনীন দূর্গা মন্দিরের পুরোহিত গোপীনাথ চক্রবর্তী বলেন, এ বছরের পঞ্জিকা মতে আগামী ২৮ সেপ্টেম্বর সকাল ৯টায় মহাষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শুররু হবে দুর্গোৎসব। বাঙালি হিন্দু সস্প্রদায়ের কাছে এ হচ্ছে দুর্গা দেবীর আগমনী বার্তা।
এবার দেবী দূর্গা গজে আগমন করবেন এবং ২ অক্টোবর বিজয়া দশমীতে পালকীতে করে গমন করবেন। এখন হিন্দু সনাতন ধর্মাবলম্বী পূজারী ও ভক্তরা হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে তৈরি করছেন দেবী দূর্গাকে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জয়পুরহাট জেলার শাখার সভাপতি এ্যাডভোকেট হৃষিকেশ সরকার বলেন, আসন্ন দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ইতোমধ্যে প্রত্যোকটি পূজা মন্দিরে স্থানীয় ভাবে পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে। আশা করছি যে, শান্তিপূর্ণ পরিবেশে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
সাধারণ সম্পাদক এ্যাডভোকেট স্বপন তালুকদার জানান,এবার বছর জয়পুরহাট জেলায় ২৯৩টি পূজা মন্ডবে দূর্গা পুজা অনুষ্ঠিত হবে। জয়পুরহাট জেলার জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, হিন্দু ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব দূর্গা পুজা নির্বিঘ্নে পালন করতে পারে সেজন্য প্রশাসনিক ভাবে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা বিভিন্ন পূজা কমিটির লোকজনের সাথে সভা করেছি পূজা চলাকালীন সময়ে সকল মন্ডপে নজরদারি সহ সার্বক্ষণিক পুলিশ আনসার, র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যগন সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে কাজ করবেন।
এফপি/অআ