Dhaka, Thursday | 18 September 2025
         
English Edition
   
Epaper | Thursday | 18 September 2025 | English
আমেরিকার সিকিউরিটি ডিভাইসের মাদারবোর্ড রপ্তানি করছে ওয়ালটন
নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ, দু’দিন পর নদীতে মিলল মরদেহ
আবাসন খাত রক্ষাই অর্থনীতির সুরক্ষা
১৮ দিন পর হাসপাতাল ছাড়লেন নুর
শিরোনাম:

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৬ বাংলাদেশি

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ১:০৫ পিএম  (ভিজিটর : ২)

অবৈধভাবে লিবিয়ায় প্রবেশের পর আটক, নির্যাতন ও অপহরণের শিকার ১৭৬ বাংলাদেশি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, ত্রিপলীতে বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সমন্বিত উদ্যোগে এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ফিরিয়ে আনা ১৭৬ জনের মধ্যে ১৭২ জন ছিলেন ত্রিপোলীর তাজুরা ডিটেনশন সেন্টারে আটক। বাকি চারজন ছিলেন আইওএম-এর আশ্রয় কেন্দ্রে।

অভিযোগ রয়েছে, ইউরোপে পাড়ি জমানোর উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্রলোভনে পড়ে তারা লিবিয়ায় গিয়েছিলেন। সেখানে পৌঁছে অনেকেই অপহরণের শিকার হন এবং বিভিন্ন সময়ে নির্মম নির্যাতনের মুখোমুখি হন।

দেশে ফেরার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাদের সতর্ক করে বলেছেন, যেন কেউ আর এ ধরনের বিপজ্জনক পথে যাত্রা না করে।

আইওএম জানিয়েছে, প্রত্যাবাসনকৃত প্রত্যেককে ৬ হাজার টাকা নগদ অর্থ, খাদ্যসামগ্রী, চিকিৎসা সুবিধা এবং প্রয়োজনে অস্থায়ী আবাসনের ব্যবস্থা দেওয়া হয়েছে।

ত্রিপলীতে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা আরও বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য স্থানীয় কর্তৃপক্ষ ও আইওএম-এর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে তারা।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝