Dhaka, Wednesday | 17 September 2025
         
English Edition
   
Epaper | Wednesday | 17 September 2025 | English
আমেরিকার সিকিউরিটি ডিভাইসের মাদারবোর্ড রপ্তানি করছে ওয়ালটন
নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ, দু’দিন পর নদীতে মিলল মরদেহ
আবাসন খাত রক্ষাই অর্থনীতির সুরক্ষা
১৮ দিন পর হাসপাতাল ছাড়লেন নুর
শিরোনাম:

ভোট দিতে পারবেন না শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা

প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৩২ পিএম  (ভিজিটর : ৭)

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন না পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ, তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করেছে নির্বাচন কমিশন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

শেখ হাসিনা ভোট দিতে পারবেন কি-না, এনটিভি অনলাইনের এমন প্রশ্নে আখতার আহমেদ বলেন, আমার জানামতে, শেখ হাসিনা রেজিস্ট্রেশন করতে পারবেন না। কারণ, রেজিস্ট্রেশন করতে হলে ভোটার আইডি থাকতে হবে। কিন্তু উনার ভোটার আইডি ব্লক করা।

আখতার আহমেদ বলেন, প্রবাসীদের বা দেশের বাইরে থেকে ভোট দিতে হলে প্রথমে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। এর জন্য প্রয়োজন হবে এআইডি নম্বর। এটা ছাড়া রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন না। এভাবে সিস্টেম ডেভেলপ করা হচ্ছে।

ইসি সচিব বলেন, যাদের এনআইডি ব্লক করা, তাদের ভোট দেওয়ার সুযোগ থাকবে না। যার এনআইডি অ্যাকটিভ থাকবে, তিনি ভোট দিতে পারবেন। পাসপোর্ট নয়, ভোট দিতে এনআইডি বাধ্যতামূলক। তাই যার এনআইডি লক থাকবে তিনি কী করে অনলাইনে নিবন্ধন করবেন? পারবেন না। যারা এনআইডি দিয়ে নিবন্ধন করবেন তারাই কেবল এই সুযোগ পাবেন।

ফলে বর্তমান নির্বাচন কমিশন যাদের ভোটার আইডি ব্লক করেছে, তারা কেউ ভোট দিতে পারবেন না।

গত এপ্রিলে ইসির এনআইডি শাখার মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীরের নির্দেশনায় শেখ হাসিনা ও তার পরিবারের ১০ সদস্যের এনআইডি লক করা হয়।

যাদের এনআইডি লক করা হয়েছে তারা হলেন— শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক রুপন্তি, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, তার স্ত্রী শাহিন সিদ্দিক ও মেয়ে বুশরা সিদ্দিক।

ইসি সচিব জানান, যারা মামলার কারণে বা অন্য কোনো কারণে পালিয়ে বা অন্যভাবে বিদেশে অবস্থান করছেন, তাদের ভোট দিতে কোনো অসুবিধা নেই। তবে তাদের এনআইডি আনলক অবস্থায় থাকতে হবে।

গত বছরের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রী-এমপিরা। এ ছাড়া তার দল আওয়ামী লীগের নেতাকর্মীদেরও অনেকে বিভিন্ন দেশে পালিয়ে গেছেন।

ইতিমধ্যে আওয়ামী লীগের দলীয় কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। তবে তাদের ভোটাধিকার এখনও অক্ষুণ্ন রয়েছে। যারা বিদেশে আছেন এবং এনআইডি লক আছে তারা ভোট দিতে পারবেন না।

অবশ্য বিদেশে থাকা দলটির কতজনের এনআইডি লক আছে তা নিশ্চিত হওয়া যায়নি।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝