আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে সোমবার এক উত্তেজনাপূর্ণ ম্যাচে আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে ওঠার আশা জিইয়ে রেখেছে বাংলাদেশ।
প্রথমে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে তোলে ১৫৪ রান। ইনিংসের শুরুতে ওপেনার তানজিদ হাসান তানিম ঝড় তোলেন। ৩১ বলে ৫২ রানের ইনিংসে তিনি মারেন ৪টি চার ও ৩টি ছক্কা। তাঁর সঙ্গে সাইফ হাসানের উদ্বোধনী জুটি ছিল ৪০ বলে ৬৩ রানের। তবে মিডল অর্ডারে তৌহিদ হৃদয়, জাকের আলী ও শামীম হোসেনরা ব্যর্থ হওয়ায় শেষদিকে রান তোলার গতি কিছুটা থেমে যায়।
জবাবে আফগানিস্তান ২০ ওভারে সব উইকেট হারিয়ে করে ১৪৬ রান। বাংলাদেশের বোলারদের মধ্যে নাসুম আহমেদ ছিলেন সবচেয়ে কার্যকর। নিজের প্রথম ওভারে কোনো রান না দিয়ে শিকার করেন সাদিকুল্লাহ আতালকে। পুরো স্পেলে ৩ ওভারে মাত্র ৭ রান দিয়ে নেন ২ উইকেট। রিশাদ হোসেন ফিরিয়ে দেন সেট ব্যাটসম্যান রহমানউল্লাহ গুরবাজকে (৩১ বলে ৩৫), যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
মাঝপথে আজমতউল্লাহ ওমরজাইয়ের ১৬ বলে ৩০ রানের ইনিংসে আফগানিস্তান ম্যাচে ফেরার চেষ্টা করে। তবে টাসকিন আহমেদের বলে সাইফ হাসানের অসাধারণ ক্যাচে তাঁর বিদায়ে সেই আশা ভেস্তে যায়। শেষদিকে রশিদ খানের ১১ বলে ২০ রানের ঝড় কেবল হার কমিয়ে আনে।
এই জয়ের ফলে বাংলাদেশ নিজেদের অবস্থান মজবুত করেছে। তবে সুপার ফোর নিশ্চিত করতে এখনো তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের দিকে। শ্রীলঙ্কা জিতলে বাংলাদেশ সরাসরি সুপার ফোরে চলে যাবে। আর যদি আফগানিস্তান জেতে, তখন ফল নির্ভর করবে জয়-পরাজয়ের ব্যবধানের ওপর।
ম্যাচ শেষে বাংলাদেশ শিবিরে স্বস্তির হাওয়া বইছে। দর্শকরাও হাসিমুখে মাঠ ছাড়েন। এখন চোখ শ্রীলঙ্কার পরবর্তী ম্যাচে, যেখানে নির্ধারিত হবে বাংলাদেশের ভাগ্য।
এফপি/রাজ