৫৪ বছরের ওয়ানডে ইতিহাসে বিশ্ব রেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার ম্যাথু ব্রিটস্কি। ওয়ানডে অভিষেকের প্রথম পাঁচ ম্যাচেই হাফ-সেঞ্চুরির ইনিংস খেলে বিশ্ব রেকর্ডের জন্ম দেন তিনি।
গতরাতে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৭৭ বলে ৮৫ রানের ইনিংস খেলেন ব্রিটস্কি।
বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারের প্রথম পাঁচ ম্যাচেই অন্তত পাঁচটি হাফ-সেঞ্চুরি করেছেন তিনি।
চলতি বছর ফেব্রুয়ারিতে লাহোরে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয় ব্রিটস্কির।
অভিষেকেই ১৫০ রানের নান্দনিক ইনিংস খেলেন তিনি। পরের তিন ওয়ানডেতে যথাক্রমে ৮৩, ৫৭, ৮৮ রান করেন ব্রিটস্কি। এবার ইংল্যান্ডের বিপক্ষে ৮৫ রানের ইনিংসে বিশ্ব রেকর্ড দখলে নেন তিনি।
এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন ভারতের নভোজাত সিং সিধু। তবে পাঁচ ম্যাচের চার ইনিংসে হাফ-সেঞ্চুরি করেছিলেন সিধু। মাঝে একটি ম্যাচে ব্যাটিং করা সুযোগ পাননি তিনি।
পাশাপাশি আরও একটি বিশ্ব রেকর্ড করেছেন ব্রিটস্কি। অভিষেকের পর প্রথম পাঁচ ম্যাচে সর্বোচ্চ রানের মালিক হয়েছেন তিনি। ৫ ইনিংসে ৪৬৩ রান করেছেন ব্রিটস্কি। এতে ভেঙে গেছে নেদারল্যান্ডসের টম কুপারের রেকর্ড। ক্যারিয়ারের প্রথম পাঁচ ওয়ানডেতে ৩৭৪ রান করেছিলেন কুপার।
এফপি/আরআই