Dhaka, Friday | 5 September 2025
         
English Edition
   
Epaper | Friday | 5 September 2025 | English
তানোরে মহানগর ক্লিনিক বন্ধের নির্দেশ, ২ লাখ টাকা জরিমানা
কালের বিবর্তনে হারিয়ে গেছে গ্রাম বাংলার বিয়ের বাহন পালকি
জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে প্রাথমিক শিক্ষক নিহত
জাতির সেবায় আনসার-ভিডিপির ৬০ লাখ সদস্য সবসময় প্রস্তুত: মহাপরিচালক
শিরোনাম:

মান্দার নির্বাচনী সহিংসতার হত্যা মামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে

প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২৭ এএম  (ভিজিটর : ৩১)

নওগাঁর মান্দায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের সহিংসতায় নিহত যুবক ইমরান হোসেন রানার মৃত্যুর চার বছর পেরিয়ে গেলেও এখনো বিচার না পাওয়ায় হতাশ পরিবার ও স্থানীয়রা। মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে থাকলেও মামলার বাদী ও নিহতের স্বজনদের দাবির পরিপ্রেক্ষিতে পুলিশের পক্ষ থেকে পুনঃতদন্ত শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে নওগাঁ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফারজানা হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি উপজেলার সতিহাট বাসস্ট্যান্ড সংলগ্ন চান্দুর হোটেলের সামনে ঘটনার মূল স্থান ঘুরে দেখেন।

এসময় তিনি প্রত্যক্ষদর্শী, স্থানীয় জনপ্রতিনিধি, মামলার বাদী ও নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার বিস্তারিত তথ্য জানতে নতুন করে সাক্ষ্যগ্রহণ করেন।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন মান্দা থানার ওসি (তদন্ত) আব্দুল গণি, ৫নং গণেশপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামশুল ইসলাম বাদল, গণেশপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি শহিদুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি শাহ আলম চৌধুরী বকুল, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মন্ডল, নিহতের মা, স্ত্রী, শ্বশুর ও অন্যান্য আত্মীয়স্বজন।

স্থানীয়রা জানান, ২০২১ সালের ১২ নভেম্বর, তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে প্রতীক বরাদ্দের প্রথম দিন বিকেলে ৫নং গণেশপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বাবুল চৌধুরীর সমর্থক কছির উদ্দিন চৌধুরী ও স্থানীয় হাফেজিয়া মাদরাসার শিক্ষক সাইফুল ইসলাম শান্ত সতিহাট বাজারের একটি কাপড়ের দোকানে অবস্থান করছিলেন। এসময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হানিফ উদ্দিন মণ্ডলের নেতৃত্বে একটি মিছিল বাজারে প্রবেশ করলে সাইফুল ইসলামের উপর অতর্কিত হামলা চালানো হয়। এর জেরে সন্ধ্যায় সতিহাট বাজারে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের ৮-১০ জন আহত হন। গুরুতর আহত ইমরান হোসেন রানাকে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সাতদিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর ১৮ নভেম্বর ভোরে তিনি মারা যান।
নিহত ইমরান হোসেন রানা (৩৮) ছিলেন গণেশপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের বাসিন্দা ও মুক্তিযোদ্ধা নাসির উদ্দিনের পুত্র। তিনি স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম বাবুল চৌধুরীর ঘনিষ্ঠ সমর্থক ছিলেন।

এঘটনায় নিহতের মা রেজিয়া বিবি বাদী হয়ে ১৯ নভেম্বর ২০২১ তারিখ রাতে হানিফ উদ্দিন মন্ডলকে প্রধান আসামি করে ১০৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করে মান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কিন্তু মামলার তদন্ত ও চার্জশিট প্রক্রিয়ায় শুরু থেকেই গড়িমসি লক্ষ্য করা যায়। পরবর্তীতে চার্জশিটে মাত্র ২৬ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়। বাদী পক্ষের অভিযোগ, মোটা অঙ্কের টাকার বিনিময়ে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত এমন অনেক আসামীর নাম বাদ দেওয়া হয়েছে।

মামলাটি একাধিকবার থানার পুলিশ ও পিবিআই তদন্ত করলেও এখনো পর্যন্ত মূল আসামিরা গ্রেফতার হয়নি। অনেকেই প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়ালেও তাদের বিরুদ্ধে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়া হয়নি। এদিকে একই ঘটনার জেরে প্রতিপক্ষের দায়ের করা বিস্ফোরক মামলায় ইউ'পি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, তার ছেলে সাব্বির এবং ভাগ্নে শাহ আলম চৌধুরী বকুলসহ একাধিক কর্মী-সমর্থক কারাবরণ করেন।

নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, দীর্ঘ সময় পার হলেও তারা এখনো ন্যায়বিচার থেকে বঞ্চিত। বারবার তদন্ত হলেও কার্যত কোনো অগ্রগতি নেই। মূল অভিযুক্তদের রাজনৈতিক প্রভাবের কারণে তারা আইনের আওতার বাইরে থাকছেন বলে অভিযোগ তাদের।

তবে অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন জানিয়েছেন, নতুন করে পুনঃতদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। কোনো অপরাধী যাতে পার না পায়, সে বিষয়ে সতর্ক রয়েছে প্রশাসন।

পরবর্তীতে ২৮ নভেম্বর ২০২১ তারিখে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে শফিকুল ইসলাম বাবুল চৌধুরী বিপুল ভোটে বিজয়ী হন। তবে প্রতিপক্ষের করা মামলায় তাঁকে এবং তার পরিবারের সদস্যদের কারাগারে যেতে হয়। এ ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগও উঠেছে স্থানীয়ভাবে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝