Dhaka, Thursday | 18 September 2025
         
English Edition
   
Epaper | Thursday | 18 September 2025 | English
আমেরিকার সিকিউরিটি ডিভাইসের মাদারবোর্ড রপ্তানি করছে ওয়ালটন
নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ, দু’দিন পর নদীতে মিলল মরদেহ
আবাসন খাত রক্ষাই অর্থনীতির সুরক্ষা
১৮ দিন পর হাসপাতাল ছাড়লেন নুর
শিরোনাম:

ফেনীর সোনাগাজীতে ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিলের দাবি

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫৮ পিএম  (ভিজিটর : ০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফেনীর সোনাগাজীতে ৩৫০ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট ও ঘর বরাদ্দ বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও চরচান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মফিজুল হক পাটোয়ারী।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সোনাগাজী প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে তিনি সংবাদ সম্মেলনে এ দাবি জানান।

মফিজুল হক পাটোয়ারী বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম। যুদ্ধ শেষে সোনাগাজী উপজেলায় লালমুক্তি বার্তায় ৪০০ জন মুক্তিযোদ্ধার নাম প্রকাশিত হয়। কিন্তু পরে আওয়ামী লীগ সরকারের আমলে দফায় দফায় সংখ্যা বাড়িয়ে বর্তমানে ৬২১ জনের নাম গেজেটভুক্ত করা হয়েছে। এর মধ্যে প্রায় ৩৫০ জন ভুয়া মুক্তিযোদ্ধা।’

তিনি আরও অভিযোগ করেন, ‘সোনাগাজীতে প্রায় ৮০ জন মুক্তিযোদ্ধা 'বীর নিবাস' ঘর পেয়েছেন। এর মধ্যে ২০ জনই ভুয়া। এসব ভুয়া মুক্তিযোদ্ধারা রাষ্ট্রীয় কোষাগার থেকে কোটি কোটি টাকা ভাতা ভোগ করছেন, যা প্রকৃত মুক্তিযোদ্ধাদের জন্য অবমাননাকর।’

তিনি জানান, এক বছর আগে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফারুকী আজমের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তবে এখনো কোনো তদন্ত হয়নি। তার অভিযোগ, সাবেক উপজেলা কমান্ডার সৈয়দ নাসির উদ্দিন ও সাবেক জেলা কমান্ডার আবদুল মোতালেবসহ কিছু অসাধু ব্যক্তি টাকার বিনিময়ে ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করেছেন এবং তাদের নাম সরকারি গেজেটে অন্তর্ভুক্ত করেছেন।

এ বিষয়ে মফিজুল হক পাটোয়ারীর দাবি, সেনা গোয়েন্দাদের মাধ্যমে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন করতে হবে। ভুয়া মুক্তিযোদ্ধাদের গেজেট ও ঘর বরাদ্দ বাতিল করে রাষ্ট্রীয় কোষাগারে টাকা ফেরত নিতে হবে। অন্যথায় তিনি হাইকোর্টে রিটসহ আইনি লড়াই চালিয়ে যাবেন।

তিনি বলেন, “২৪'র গণঅভ্যুত্থানের পর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের চাপিয়ে দেওয়া ভুয়া মুক্তিযোদ্ধাদের গেজেট বর্তমান সরকারের আমলে থাকতে পারে না। ভুয়া মুক্তিযোদ্ধারা রাষ্ট্রীয় সুবিধা ভোগ করতে থাকলে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের আত্মা কষ্ট পাবে।”

সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত হাবিলদার আহসান উল্যাহ উপস্থিত ছিলেন।

এফপি/অআ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝