উন্নয়নের মূলধারার অঙ্গীকারে মুক্ত ও স্বাধীন সংবাদ চর্চার মাধ্যমে দেশ ও জাতির সেবা দানের লক্ষে বস্তুনিষ্ঠ ও সাহসিকতার সহিত খবর প্রকাশের উজ্জল দৃষ্টান্ত দেশের শীর্ষস্থানীয় দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার ১৬তম বর্ষে পদার্পণ তথা ১৫তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে শেরপুরের নকলায় আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ মে) রাতে আলোকিত বন্ধু ফোরামের আয়োজনে নকলা প্রেস ক্লাবের অফিস কক্ষে পত্রিকাটির উপজেলা প্রতিনিধি ও নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন-এর সভাপতিত্বে এসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন পেশাশ্রেণির জনগণ শুভেচ্ছা জানান। পরে উপস্থিত সুধীজনদের শুভেচ্ছা বক্তৃতা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নকলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক নূর হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, ক্লাবের সিনিয়র সহসভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন, দপ্তর সম্পাদক সেলিম রেজা, দৈনিক যায়যায়দিন’র সাংবাদিক শফিউল আলম লাভলু, প্রেস ক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাজহারুল ইসলাম লালন, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল-আমিন, কল্যাণ তহবিল বিষয়ক সম্পাদক নাহিদুল হাসান নাহিদ ও প্রচার প্রকাশনা সম্পাদক নাহিদুল ইসলাম রিজন প্রমুখ।
এফপি/রাজ