জাতীয় কবিতা মঞ্চ ফরিদপুর জেলা শাখার আয়োজনে পল্লী কবি জসীমউদ্দিন এর বাড়ীর আঙ্গীনায় এক আলোচনা সভা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ এপ্রিল) বিকেল ৫টায় জাতীয় কবিতা মঞ্চ ফরিদপুর জেলা শাখার আয়োজনে এ আলোচনা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।
সহযোগিতায় ছিলেন ধূমকেতু নজরুল চর্চা সংগঠন, বি-৭১ গ্রুপের প্রতিষ্ঠান বি৭১ ডায়াগনস্টিক সেন্টার, ফরিদপুর শাখা ও কাশফুল সাহিত্য মাসিক পত্রিকা।
জাতীয় কবিতা মঞ্চ ফরিদপুর জেলা শাখার সভাপতি কবি আব্দুর রাজ্জাক রাজা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় কবিতা মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি কবি, গবেষক ও বহুভাষাবিদ মাহমুদুল হাসান নিজামী।
বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক মো. শাহজাহান সরদার, ধূমকেতু নজরুল চর্চা সংগঠন এর সভাপতি শেখ ফয়েজ আহমেদ ও ফরিদপুর সাংবাদিক ইউনিয়ন এর সহ-সভাপতি বিশিষ্ট সাংবাদিক আমিনুল ইসলাম বাবু।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও কবিতা পাঠ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা শাখার যুগ্ম আহবায়ক আরএম হৃদয়, কবি শরিফ মো. সালমান, কবি জাকিয়া সুলতানা শিল্পী, ক্যাব ফরিদপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম সাহান, কবি বাহারুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি কবি মাহমুদুল হাসান নিজামীকে জাতীয় কবিতা মঞ্চ ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।
এফপি/এমআই