বাংলাদেশে প্রথমবারের মতো সম্পূর্ণ ইংরেজি সংলাপে নির্মিত বাংলা সিনেমা ‘ডট’ ৫ সেপ্টেম্বর দেশের সাতটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। নারী পাচার ও সংগ্রামের বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত ছবিটি পরিচালনা করেছেন বড়ুয়া সুনন্দা কাঁকন।
ছবির প্রযোজক ও অন্যতম অভিনেতা বড়ুয়া মনোজিত ধীমন জানান, আন্তর্জাতিক বাজারকে লক্ষ্য করেই ইংরেজি সংলাপে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। সিনেমার গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন ইমন বড়ুয়া। এর দৈর্ঘ্য ২ ঘণ্টা ৮ মিনিট।
গত ২ আগস্ট ‘ডট’ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পায়। এরপর মুক্তির জন্য নির্ধারণ করা হয় ৫ সেপ্টেম্বর তারিখ। ছবিটি নির্মাণ করেছে তরী মিডিয়া লিমিটেড।
পরিচালক কাঁকন জানান, নারী পাচার ও মানবজীবনের সংগ্রামকে ঘিরেই ছবির মূল কাহিনি গড়ে উঠেছে। তিনি বলেন, “বাস্তব ঘটনার ভিত্তিতে দীর্ঘ গবেষণার পর গল্পটি লেখা হয়েছে। আমাদের লক্ষ্য শুধু দেশের দর্শক নয়, বিদেশি দর্শকদের কাছেও বাংলাদেশের গল্প পৌঁছে দেওয়া।”
অভিনয়ে আছেন মনোজিত ধীমন ছাড়াও মিষ্টি আক্তার, পরী, রাজিবুল ইসলাম, সোনিয়া পারভীন শাপলা, মামুন, মোস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম, মাসুদ চৌধুরী, তারিকুল ইসলাম তারেক, আব্দুল বারিক মুকুল ও সেন্ডি কুমারসহ একঝাঁক থিয়েটার অভিনয়শিল্পী।
যেসব প্রেক্ষাগৃহে ‘ডট’ চলছে:
যমুনা ব্লকবাস্টার (ঢাকা)
লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ)
ম্যাজিক মুভি থিয়েটার (উত্তরা)
গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স (রাজশাহী)
মধুবন সিনেপ্লেক্স (বগুড়া)
রাজ সিনেমা (কুলিয়ারচর)
নসিব সিনেমা হল (সাপাহার)
বাংলাদেশি চলচ্চিত্র অঙ্গনে নতুনত্ব আনার প্রচেষ্টায় এই সিনেমাকে মাইলফলক হিসেবে দেখছেন নির্মাতারা।
এফপি/রাজ