মাসখানেক আগেই পরিচালক কৌশিক গাঙ্গুলির সঙ্গে জানালার ধারে বসে হাতে একটা ছুরি নিয়ে সোশ্যালে ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। যার ক্যাপশনে লেখা ছিল, ‘হাসতে হাসতে খুন করে দেব’।
এই পোস্ট থেকেই গুঞ্জন শুরু হয় যে, পরিচালক ও নায়িকার যুগলবন্দি ঘটতে চলেছে আরো একবার। যদিও সেই সময় বিষয়টি নিয়ে মুখ খোলেননি তারা।
অবশেষে সেই পোস্টের ছবির নেপথ্যে ঠিক কী অপেক্ষা করছে—দীপাবলির মৌসুমে তা প্রকাশ্যে এলো। দর্শকের সামনে শুভশ্রীর ফার্স্ট লুক।
কৌশিক গাঙ্গুলির আগামী ছবি ‘ওয়েটিং রুম’-এ দেখা যাবে শুভশ্রীকে। এই ছবিতে নায়িকার ফার্স্ট লুক দেখে রীতিমতো চমকে উঠেছেন দর্শক।
এ কোন রূপ শুভশ্রীর? সবাই বুঝতে পারছেন যে, ফের দর্শকের কাছে নতুন ধরনের কিছু নিয়ে আসছেন তিনি।
ছবিতে শুভশ্রীকে দেখা যাচ্ছে অদ্ভুত এক লুকে। তার চোখেমুখে প্রতিশোধ স্পৃহা, হাতে রক্তমাখা ছুরি। সারা মুখে রক্ত, চোখে পানি।
সবমিলিয়ে এক অদ্ভুত কাহিনী লুকিয়ে রয়েছে এই সবকিছুর অতলে।
শোনা যাচ্ছে, আপাতদৃষ্টিতে এই ছবিকে থ্রিলার বলে মনে করা হলেও এই ছবি ঠিক তা নয়। এই ছবিটি নাকি সোশ্যাল ড্রামা।
শোনা যাচ্ছে, আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে ‘ওয়েটিং রুম’ ছবির শুটিং। ছবিতে শুভশ্রীর চরিত্রের নাম ‘দীপা’।
তারই জীবনসফর ফুটে উঠবে এই ছবিতে।
শুভশ্রী ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন, অনির্বাণ চক্রবর্তী, অনন্যা বন্দ্যোপাধ্যায়, রেশমি সেন প্রমুখ। সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন ইন্দ্রদীপ দাসগুপ্ত।
এফপি/অআ