চট্টগ্রামের লোহাগাড়ায় নির্মাণাধীন বিল্ডিং এর ছাদ ভেঙ্গে হেলাল উদ্দিন (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রশিদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হেলাল উদ্দিন কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নিলা ইউনিয়নের ৪নং ওয়ার্ড সিকদার পাড়ার কামাল উদ্দিনের ১ম পুত্র।
প্রত্যক্ষদর্শী সহকর্মী খোরশেল আলম জানান, ৪র্থ তলার নতুন ঢালাই করা ছাদ ভেঙ্গে পড়ে গিয়ে এবং ছাদের অংশ বিশেষ হেলালের গায়ে চাপা পরে মারা যায়।
লোহাগাড়া থানার এসআই মোঃ জহির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আসি। প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, নির্মাণাধীন ভবনের ছাদ ভেঙে হেলাল উদ্দিন নামের একজন শ্রমিকের মৃত দেহ পাওয়া যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এফপি/অআ