সুশাসন, জবাবদিহিতা ও নাগরিক অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হলো ‘সিভিল সোসাইটি সংগঠনের নেতৃত্বাধীন জোট ও সরকারি কর্মকর্তাদের মধ্যে সংলাপ’।
এ সংলাপটি অনুষ্ঠিত হয় গতকাল বুধবার, নাগরিক সমন্বয় প্রকল্প-এর আওতায়, সিভিক এনগেজমেন্ট ফান্ড এর সহযোগিতায়।
দিনব্যাপী এই সংলাপে স্থানীয় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি, সাংবাদিক, নারী নেত্রী, যুব সংগঠক ও বিভিন্ন এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় অংশগ্রহণকারীরা স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় জনগণের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন।
সংলাপে বক্তারা বলেন, নাগরিক সমাজের সঙ্গে সরকারের সমন্বয় বাড়লে সেবাদান প্রক্রিয়া হবে আরও কার্যকর ও স্বচ্ছ। স্থানীয় সমস্যা সমাধান ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে নাগরিক মতামতকে গুরুত্ব দেওয়ার ওপরও তারা জোর দেন।
উদ্যোগটি বাস্তবায়ন করছে ডি-নেট, এনএসএস, প্রচেষ্টা এবং জনকল্যাণ সংস্থা। আর এই উদ্যোগে সহযোগিতা করছে কানাডা সরকার, যা বাংলাদেশের নাগরিক সম্পৃক্ততা ও সুশাসন জোরদারে অবদান রেখে চলেছে।
সংলাপ শেষে অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন-এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় প্রশাসন ও নাগরিক সমাজের পারস্পরিক বোঝাপড়া ও আস্থা আরও বৃদ্ধি পাবে, যা ভবিষ্যতে টেকসই উন্নয়ন বাস্তবায়নে সহায়ক হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন। অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের বিস্তারিত আলোকপাত করেন নাগরিক সমন্বয় প্রজেক্টের প্রজেক্ট অফিসার (ফিল্ড) মো. সিরাজুস সালেকিন রাজিব।
এফপি/অআ