খুলনার ফুলতলা উপজেলায় আছিয়া বেগম (৩২) নামের এক গৃহবধুকে গলাকেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক যুবককে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার দামোদর ইউনিয়নের হ্যাচারি পাড়া মোড় সংলগ্ন একটি বাড়ি থেকে ওই মহিলার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ওই এলাকার শহীদ মোড়লের স্ত্রী। আটক হওয়া যুবক হলেন, নড়াইল সদর থানা এলাকার বাসিন্দা রেজা কাজীর ছেলে মোঃ হোসেন কাজী। তাকে ওই বাড়ির ছাদের একটি পানির টাংকির মধ্যে লুকিয়ে থাকা অবস্থায় আটক করা হয়।
জানতে চাইলে ফুলতলা থানার ইনচার্জ মোঃ জিল্লাল বলেন, উপজেলা দামোদর এলাকা থেকে ফোন আসলে আমরা ওই এলাকার হ্যাচারি পাড়া এলকার আছিয়া বেগমের বাড়িতে যাই। সেখানে গিয়ে তার গলাতাটা লাশ উদ্ধার করা হয়। লাশের সুরাতহাল রিপোর্ট প্রস্তুত শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
পরবর্তীতে বাড়ির ছাদের একটি পানির ট্যাংকের তেতর থেকে লুকানো অবস্থায় যুবক হোসেন কাজীকে আটক করা হয়। তাকে থানায় নিয়ে হত্যার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এফপি/অআ