শিরোনাম: |
পিরোজপুর জেলা পুলিশের আইসিটি অ্যান্ড মিডিয়া শাখা এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর সমন্বিত অভিযানে হারানো ২৯টি মোবাইল ও ছিনতাই হওয়া ২৬ হাজার ১৯০ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধারকৃত মোবাইল ফোন ও টাকা মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের।
পুলিশ সুপার জানায়, জেলা পুলিশের আইসিটি অ্যান্ড মিডিয়া শাখা তথ্য-প্রযুক্তির সহায়তায় জেলার বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করে দেশের বিভিন্ন জেলা থেকে মোট ২৯টি বিভিন্ন ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করে।
উদ্ধার হওয়া মোবাইলগুলোর মধ্যে সদর থানা থেকে ৯টি, ইন্দুরকানী ৩টি, মঠবাড়ীয়া ৭টি, নাজিরপুর ৬টি, ভান্ডারিয়া ২টি, নেছারাবাদ ১টি এবং কাউখালী থানা থেকে ১টি রয়েছে। এছাড়া নাজিরপুর ও ভান্ডারিয়া থানায় ২টি ফেইক ফেসবুক একাউন্ট শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে।
অন্যদিকে, চলতি বছরের ২২ মার্চ পাঠাও কুরিয়ার সার্ভিসের ডেলিভারিম্যান অভিজিৎ বিশ্বাসের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ২৬,১৯০ টাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তথ্য-প্রযুক্তির সহায়তায় উদ্ধার করে। ওই ঘটনায় ভিকটিমের করা অভিযোগের ভিত্তিতে ডিবির একটি চৌকস দল দ্রুত অভিযানে নামে এবং আসামিদের শনাক্ত করে তাদের কাছ থেকে টাকা উদ্ধার করে অভিজিৎ বিশ্বাসের হাতে বুঝিয়ে দেয়।
পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের জানান, জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের উদ্ধার ও সহায়ক কার্যক্রম অব্যাহত থাকবে।
এফপি/অআ