রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় বাসচাপায় মোঃ মোকিম সরদার (৭০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দৌলতদিয়া ভূমি অফিসের সামনে ঢাকা–খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোকিম সরদার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সোনাউল্লা ফকিরপাড়া গ্রামের মৃত দিরাজ উদ্দিনের পুত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে মোকিম সরদার ঘাস কেটে মাথায় করে বাড়ি ফিরছিলেন। এ সময় মহাসড়ক পার হওয়ার মুহূর্তে কুমারখালী থেকে ছেড়ে আসা জামান পরিবহনের যার নাম্বার (রাজবাড়ী হ১১-০০৭৫) একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। পরে গোয়ালন্দঘাট থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় হস্তান্তর করে।
নিহতের ভাগ্নে মোঃ আলামীন মন্ডল জানান, তাঁর মামা প্রতিদিনের মতো ঘাস কাটতে গিয়েছিলেন। দুপুরে ঘাস নিয়ে ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ হারান।
গোয়ালন্দ মোড় হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম শেখ বলেন, "দৌলতদিয়া ভূমি অফিসের সামনে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। জামান পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক ও সহকারী পালিয়ে গেছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।"
এফপি/অআ