Dhaka, Wednesday | 22 October 2025
         
English Edition
   
Epaper | Wednesday | 22 October 2025 | English
মাংস আমদানি করে দেশের ক্ষতি করতে চাই না: ফরিদা আখতার
৪৪৬ কোটি টাকা ব্যয়ে দুবাই ও মিয়ানমার থেকে চাল কিনছে সরকার
ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, থাকবে গরমের দাপট
১৫ সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ
শিরোনাম:

দেশে প্রথম চালু হচ্ছে সরকারিভাবে আত্মরক্ষামূলক প্রশিক্ষণ

প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৩:৩৯ পিএম  (ভিজিটর : ৩০)

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) বাংলাদেশে প্রথমবারের মতো শুরু করতে যাচ্ছে, যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ শীর্ষক প্রকল্প। এই প্রকল্পে বাংলাদেশের ১৮-৩৫ বছর বয়সী যুব ও যুবনারীদের ১৫ দিন ব্যাপী আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হবে।


আত্মরক্ষা মূলক মৌলিক এই প্রশিক্ষণ প্রকল্পে ১১৪ টি ব্যাচে পর্যায়ক্রমে দেশের মোট ৮,২৫০ জন যুব ও ৬০০ জন যুবনারী-কে জুডো, কারাতে, তায়কোয়ানডো ও শ্যূটিং এর উপর প্রশিক্ষণ প্রদান করা হবে। বিকেএসপির ঢাকাসহ অন্যান্য সকল আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে এই প্রকল্পের কার্যক্রম চলবে। প্রশিক্ষণ চলাকালীন শিক্ষার্থীদের জন্য রাখা হয়েছে আবাসিকে থাকা খাওয়ার ব্যবস্থা সহ দৈনিক ৩০০/- টাকা করে প্রশিক্ষণ ভাতার সুব্যবস্থা। এছাড়াও থাকছে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের জন্য বিকেএসপি কর্তৃক ট্র্যাকসূট, টি-শার্ট ও কেডস এবং প্রশিক্ষণ শেষে উত্তীর্ণদের দেয়া হবে সার্টিফিকেট।


বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি থেকে জানানো হয়, আগামী ০৮ নভেম্বর ২০২৫ থেকে শুরু হবে এই প্রশিক্ষণ। তবে আগ্রহী প্রার্থীদের ১৭ অক্টোবর থেকে অনলাইন www.bkspds.gov.bd ওয়েব সাইটে ঢুকে Applicant registration > যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণের আবেদন > Apply > Form Fill up > Submit > Download > Print এই পদ্ধতি অনুসরণ করে, অফলাইনে আবেদন পত্রের প্রিন্ট কপি জমা দিতে হবে। প্রকল্পটি যেহেতু আড়াই বছরের জন্য হাতে নেয়া হয়েছে তাই আবেদনের মেয়াদ থাকবে আগামী আড়াই বছর অথবা ৩০ মাস পর্যন্ত। তবে ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ/অসত্য তথ্য প্রদানকারীর আবেদন বাতিল বলে গণ্য হবে বলে জানায় বিকেএসপি কর্তৃপক্ষ। ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণের পাশাপাশি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, জন্ম সনদ/জাতীয় পরিচয় পত্র নম্বর, ইউনিয়ন পরিষদ/থানা/টিএনও/ সিটি কর্পোরেশন/পৌরসভা থেকে ফৌজদারী বিধিতে মামলা নাই মর্মে অনাপত্তি পত্র  আপলোড করতে হবে।


এছাড়া বিকেএসপি কর্তৃপক্ষ আরো জানায় যে, আবেদন কারিকে ১৮-৩৫ বছর বয়সী বাংলাদেশী নাগরিক হতে হবে এবং শারীরিক, মানসিকভাবে সুস্থ ও প্রশিক্ষণ গ্রহণে সক্ষম হওয়ার পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা হতে হবে ন্যূনতম এসএসসি পাশ। প্রশিক্ষণে অংশগ্রহণের সময় জন্ম সনদ/জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের মুল কপি ও একসেট সত্যায়িত ফটোকপি সঙ্গে আনতে হবে।


আবেদনের জ্যেষ্ঠতার ভিত্তিতে ( Fast come fast selection) প্রার্থী নির্বাচন করবেন কর্তৃপক্ষ এবং প্রশিক্ষণার্থী নির্বাচনের ক্ষেত্রে বাছাই কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে বিবেচনা করা হবে বলে জানান বিকেএসপি কর্তৃপক্ষ


এছাড়াও প্রকল্পটি একটি আবাসিক প্রশিক্ষণ কর্মসূচী হওয়ায় প্রত্যেক প্রশিক্ষণার্থীকে বাধ্যতামূলক প্রতিষ্ঠানে থেকে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।


এফপি/এমআই

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝