টঙ্গীবাড়ী শিশু পার্কের জমি দখলমুক্ত করতে উপজেলার ২৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। টঙ্গীবাড়ী উপজেলা ছাত্র সমাজের আয়োজনে বুধবার (২২অক্টোবর) সকাল ১০ টায় একযুগে মাদ্রাসা সহ ২৯ টি মাধ্যমিক বিদ্যালয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষার্থী বলেন, আমাদের উপজেলায় কোনো বিনোদন কেন্দ্র নেই। এই শিশু পার্কটি আমাদের খুবই প্রয়োজন। ২০১৭ সালে টঙ্গীবাড়ী শিশু পার্ক অনুমোদন পেলেও রাজনৈতিক প্রভাবে এই পার্ক করা সম্ভব হয়নি। তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতারা সরকারি এই জমিতে দোকান নির্মাণ ও ঘরবাড়ি তুলে দখল করে রেখেছিলো। দখলদারদের উদ্দেশ্যে তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে পার্কের জায়গা না ছাড়লে ছাত্র সমাজ নিজেরাই পার্কের জায়গা উদ্ধারে কাজ করবে।
তারা হুশিয়ারি দিয়ে বলে যে দেশের ছাত্র সমাজ ক্ষমতায় থাকা অবস্থায় হাসিনা কে দেশ ছেড়ে পালাতে বাধ্য করতে পারে সেই দেশে ছাত্র সমাজ হাসিনার দল থেকে পার্কের জায়গাও উদ্ধার করতে পারে।
এ সময় শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সচেতন নাগরিকরাও শিক্ষার্থীদের এই দাবিতে একাত্মতা প্রকাশ করেন। স্থানীয়রা জানান, পার্কটি নির্মিত হলে শিশু-কিশোরদের জন্য একটি নিরাপদ বিনোদনকেন্দ্র গড়ে উঠবে এবং এলাকায় পরিবেশও উন্নত হবে।
এফপি/অআ