| শিরোনাম: |

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় গত দুই বছরে সাতজন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বদলি হয়েছেন। ঘন ঘন এই প্রশাসনিক রদবদলে স্থানীয়দের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।
সরকারি সূত্রে জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদনের পর রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ২০ অক্টোবর ২০২৫ তারিখে বদলির প্রজ্ঞাপন জারি হয়। ওই প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন-কে চাঁপাইনবাবগঞ্জে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মোহাম্মদ আলাউদ্দিন, যিনি বাগাতিপাড়ার সপ্তম ইউএনও হিসেবে যোগদান করবেন।
প্রাপ্ত তথ্যানুযায়ী, গত দুই বছরে বাগাতিপাড়ায় পর্যায়ক্রমে দায়িত্ব পালন করেছেন একাধিক উপজেলা নির্বাহী কর্মকর্তা।
২০২৩ সালের ১১ ডিসেম্বর বদলি হন নীলুফা সরকার, দায়িত্বে ছিলেন ৯ মাস ১১ দিন। এরপর ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করেন সুরাইয়া মমতাজ, মাত্র ২ দিনের জন্য। পরবর্তীতে দায়িত্ব পান মোহাইমেনা শারমীন, যিনি দায়িত্বে ছিলেন ৬ মাস ১০ দিন।
এরপর দায়িত্ব নেন অনামিকা নজরুল, ছিলেন ৪ মাস ১ দিন। এরপর হা-মীম তাবাসসুম প্রভা দায়িত্ব পালন করেন ৬ মাস ১৯ দিন।
পরবর্তী সময়ে মেহেদী হাসান অতিরিক্ত দায়িত্বে ছিলেন ১৩ দিন। বর্তমানে দায়িত্বে আছেন মারুফ আফজাল রাজন, যার বদলি আদেশ ২০ অক্টোবর ২০২৫ তারিখে কার্যকর হয়েছে।
স্থানীয় সচেতন মহলের মতে, ধারাবাহিক প্রশাসনিক পরিবর্তনের কারণে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়। তারা আশা করছেন, নতুন ইউএনও দায়িত্ব গ্রহণের পর প্রশাসনিক স্থিতিশীলতা ও উন্নয়ন কার্যক্রমের গতি বাড়বে।
বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নাফ বলেন, “দুই বছরে সাতজন ইউএনও বদলির ঘটনা নিঃসন্দেহে প্রশাসনিক বাস্তবতার প্রতিফলন। এতে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা কিছুটা প্রভাবিত হয়।”
বর্তমান ইউএনও মারুফ আফজাল রাজন বলেন, “আমি দায়িত্ব পালনকালে উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক সেবার ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করেছি। নতুন ইউএনও এসে এই ধারাবাহিকতা আরও এগিয়ে নেবেন, এটাই প্রত্যাশা।”
নাটোর অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবুল হায়াত বলেন, “বদলি প্রশাসনের নিয়মিত প্রক্রিয়া। কর্মকর্তাদের দায়িত্ব রদবদল হয় প্রশাসনিক প্রয়োজনে। নতুন ইউএনও দ্রুত যোগ দিয়ে নিয়মিত কাজ শুরু করবেন।”
এফপি/অআ