পিরোজপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও তারেক রহমানের শুভ আগমন উপলক্ষে মিছিল ও কোরআন খতম দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার শহরের টাউন ক্লাব টেনিস গ্রাউন্ডে সাবেক যুবদল নেতা এম ডি বদিউজ্জামান শেখ রুবেলের আয়োজনে এ ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে দেশনেত্রীর আরোগ্য কামনায় অংশ নেন।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, জেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক মোল্লা মশিউর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রানা এবং পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক ও সদস্য সচিব আলাউদ্দিন হাওলাদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেতা নন, তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের প্রতীক। তার সুস্থতা আজ দেশের গণতন্ত্রকামী মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে তিনি আপসহীন নেতৃত্ব দিয়ে জনগণের অধিকার আদায়ে সংগ্রাম করেছেন। আজ তিনি অসুস্থ হলেও দেশের অসংখ্য মানুষ তার জন্য দোয়া করছেন। আল্লাহর রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও জাতির পাশে দাঁড়াবেন।
অনুষ্ঠান শেষে তারেক জিয়ার দেশে আগমন ও ধানের শীষের পক্ষে একটি মিছিল বের হয় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এফপি/জেএস