পটুয়াখালী দশমিনা উপজেলায় মটরবাইক ও অটোরিকশার মুখামুখি সংঘর্ষে একই পরিবারের তিন জন আহতের ঘটনা ঘটেছে।
শুক্রবার দুপুর ১টার সময় দশমিনা বরিশাল মহাসড়কের দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ দাসপাড়া এলাকার বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয়ের উত্তর পাশের সড়কে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন উপজেলা সরকারি আবদুর রশিদ তালুকদার কলেজের প্রভাষক (শারীরিক শিক্ষা) সিকদার নিজম উদ্দিন (৪৭), স্ত্রী, সুমি বেগম (৩৫), এবং পুত্র, সন্তান নোহান (১৪)।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে দশমিনা থেকে বাউফল উপজেলার কালাইয়া শ্বশুর বাড়ি যাওয়ার সময় উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ দাসপাড়া বাংলা বাজার মাধ্যমিক বিদ্যালয়ের উত্তর পাশের সড়কের মোড়ে একটি অটোরিকশা দ্রত গতিতে আসলে মটরবাইকের সাথে মুখামুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিকদার নিজাম, তার স্ত্রী ও পুত্র সন্তান মটরবাইক নিয়ে রাস্তার পাশে পরে গুরুতর আহত হয়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তিনজনকে দশমিনা হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনার সাথে সাথে চালক অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।
দশমিনা স্বাস্থ্যকমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. এইচ এম আলভি তিনজনের মধ্যে সিকদার নিজাম এর বামহাত ভেঙ্গে যায় এবং শরীরের বিভিন্ন অংশ থেতলে গুরুতর আহত হওয়ায় বারিশাল শে-রে-ই বাংলা হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন। তার স্ত্রী ও পুত্রকে ভর্তি করা হয়।
সিকদার নিজাম উদ্দিনের স্ত্রী সুমি বেগম বলেন, সকালে কালাইয়ার বাবার বাড়ির উদ্দেশ্যে আমি আমার স্বামী ও সন্তান নিয়ে মটরবাইকে যাচ্ছিলাম। বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয়ের উত্তর পাশে গেলে উল্টদিক থেকে দ্রতগতিতে একটি অটোরিকশা এসে আমাদের গাড়ির উপর পরে এত করে আমরা মটরবাইক নিয়ে ছিটকে রাস্তার পাশে পড়ে যাই। আমার স্বামী গুরুতর আহত হন আমি ও আমার সন্তানের সাধারণ জখম হয়। অটোরিকশার ড্রাইভার অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলিম জানান, ঘটনার বিষয় জানা নেই, এই শুনলাম। ঘটনার বিষয় বিস্তারিত জেনে প্রযোজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।
এফপি/রাজ