পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে কুড়িগ্রামে মাদ্রাসার মুহতামিন ও প্রধান শিক্ষকগণকে ঈদের শুভেচ্ছা উপহার দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রবিবার (৩০ মার্চ) বিকেলে কুড়িগ্রাম সদরের ৭টি মাদ্রাসার মুহতামিন ও প্রধান শিক্ষকগণের হাতে তারেক রহমানের দেয়া শুভেচ্ছা উপহার তুলে দেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ ও যুগ্ন আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব।
এসময় আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল আলিম, জেলা ওলামা দলের আহবায়ক ডেন্টিস্ট মাওলানা ফজলুল হক, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বিপুল আহমেদ, দপ্তর সম্পাদক ইকবাল রাব্বি, জাতীয় দৈনিক বাংলাদেশ বুলেটিন ও দি ফিন্যান্সিয়াল পোস্ট পত্রিকার কুড়িগ্রাম প্রতিনিধি সাংবাদিক আনোয়ার হোসেন প্রমুখ।
এফপি/এমআই