জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের নামে ফেসবুকে প্রতারণা বেড়ে যাওয়ায় এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছে সংস্থাটি।
সম্প্রতি ইসির এক অফিস আদেশে জানানো হয়েছে, ফেসবুকে এনআইডি সংশোধনের নামে প্রতারণার প্রবণতা বাড়ছে। বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে প্রতারক চক্র সাধারণ জনগণকে বিভ্রান্ত করছে এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এ অবস্থায় অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর ব্যবহার আরও কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে ইসি।
ইসির অফিসিয়াল পেজের কার্যক্রম বাড়ানো হবে
বর্তমানে ইসির অফিসিয়াল ফেসবুক পেজ ‘Bangladesh Election Commission Secretariat’-এর প্রায় ২ লাখ ১৯ হাজার ফলোয়ার রয়েছে। এ ছাড়া, এনআইডি উইং ও আইডিইএ প্রকল্প (২য় পর্যায়) পরিচালিত ‘জাতীয় পরিচয়পত্র’ পেজটির ফলোয়ার সংখ্যা প্রায় ২ লাখ ৩৭ হাজার। এসব পেজের মাধ্যমে নিয়মিত নির্বাচন, ভোটার তালিকা হালনাগাদ এবং এনআইডি সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশ করা হবে।
ইসি নির্দেশ দিয়েছে, মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত এসব পোস্ট লাইক, কমেন্ট ও শেয়ার করতে হবে, যাতে তথ্যগুলো দ্রুত জনগণের কাছে পৌঁছায়। একইসঙ্গে সেবা নিতে আসা নাগরিকদের এই অফিসিয়াল পেজগুলোর বিষয়ে অবহিত করতে হবে।
প্রতারণা রোধে গণমাধ্যমেও প্রচার
শুধু ফেসবুক পেজই নয়, গণমাধ্যমেও এনআইডি সংশোধনের সঠিক পদ্ধতি প্রচারের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। টেলিভিশন, দৈনিক পত্রিকা এবং অন্যান্য গণমাধ্যমের মাধ্যমে জনগণকে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে, নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্যানুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষে আগামী জুন মাসে আরও ৬০ লাখের বেশি নতুন ভোটার যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ইসি আশা করছে, তাদের নতুন এই প্রচারণা সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে এবং প্রতারণার শিকার হওয়া থেকে রক্ষা করবে।