গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলস্টেশন এলাকায় চলন্ত মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকে।
ট্রেনটি সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে নেত্রকোনার মোহনগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। জয়দেবপুর রেলওয়ে স্টেশন অতিক্রম করার পর শ্রীপুর রেলস্টেশন পার হয়ে সাতখামাইর স্টেশন এলাকায় পৌঁছালে ট্রেনের পাওয়ার কারে হঠাৎ আগুন ধরে যায়। চালক দ্রুত ট্রেনটি থামান, এবং যাত্রীরা নিরাপদে নেমে যান।
খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নেভানো হয়। ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, জেনারেটর ওভারহিট হয়ে আগুনের সূত্রপাত হয়েছে।
ট্রেন চলাচল পুনরায় শুরু
অগ্নিকাণ্ডের ফলে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পাওয়ার কারটি ট্রেন থেকে বিচ্ছিন্ন করে সরিয়ে নেওয়ার পর দুপুর দেড়টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ট্রেনের যাত্রীরা নিরাপদে ছিলেন এবং দ্রুত ট্রেন থেকে নেমে নিরাপদ স্থানে অবস্থান নেন।
রেল কর্তৃপক্ষের সতর্কতা
সম্প্রতি রেলওয়ে কর্তৃপক্ষ ট্রেনের ছাদে ও বাফারে ভ্রমণ থেকে বিরত থাকার জন্য যাত্রীদের অনুরোধ জানিয়েছে। এ ধরনের ভ্রমণ ঝুঁকিপূর্ণ ও আইনত দণ্ডনীয় অপরাধ বলে উল্লেখ করা হয়েছে।
গাজীপুরে চলন্ত ট্রেনে আগুন লাগার এই ঘটনায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপ ও রেল কর্তৃপক্ষের কার্যকর ব্যবস্থাপনার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়।