Dhaka, Monday | 18 August 2025
         
English Edition
   
Epaper | Monday | 18 August 2025 | English
পাথর লুটে যোগসাজশ ছিল প্রশাসনের: রিজওয়ানা হাসান
পাবনা-৩ আসনে মনোনয়ন যুদ্ধ, মাঠ গরম সম্ভাব্য প্রার্থীদের প্রচারণা
বীর মুক্তিযোদ্ধা পুলিন কান্তি দে’র মৃত্যুতে প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি
কিশোরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত
শিরোনাম:

কমলনগরে মীর সেবা সোসাইটির নতুন কমিটির পরিচিতি সভা ও ঈদ পুনর্মিলনী

প্রকাশ: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ৯:৫৬ পিএম  (ভিজিটর : ৫৭)

লক্ষ্মীপুরের কমলনগরে মীর সেবা সোসাইটির কমিটির পরিচিতি সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কমলনগর প্রেসক্লাবের এ পরিচিতি সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়।

মীর সেবা সোসাইটির সভাপতি পোল্যান্ড প্রবাসী মীর ফিরোজ রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাজিরহাট কামিল মাদ্রাসা সাবেক অধ্যক্ষ মওলানা জায়েদ হোছাইন ফারুকী। বিশেষ অতিথি ছিলেন, হাজিরহাট উপকূল সরকারি কলেজর ভারপ্রাপ্ত অধ্যক্ষ  জামাল উদ্দিন তালুকদার, ইসলামী ব্যাংক লাকসাম শাখার ব্যবস্থাপক সানা উল্যাহ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন ও প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু।

প্রেসক্লাবের অর্থ সম্পাদক আমজাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মীর সেবা সোসাইটির উপদেষ্টা ইমান আলী, ফলকন ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল ওদুদ হাওলাদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ফয়েজ, সহসভাপতি এ আই তারেক, ক্রীড়া সম্পাদক শরীফুল ইসলাম, ছাত্রদলের সাবেক সভাপতি শাহদাত হোসেন ও মীর সেবা সোসাইটির অর্থ সম্পাদক ছাইফুল্লাহ মনির প্রমুখ। পরে ৬সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ও ১১সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

প্রসঙ্গত, দীর্ঘদিন থেকে কমলনগরের বিভিন্ন এলাকায় সেবামূলক কার্যক্রম করে আসছেন মীর ফাউন্ডেশন। বিভিন্ন জটিলতার মীর ফাউন্ডেশন নাম বাদ দিয়ে মীর সেবা সোসাইটি নামে আগের নিয়মে তাদের কার্যকম চালিয়ে যাবেন বলে জানান তারা।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝