কষ্টের দিনগুলো একা আসে না
হাজারো স্মৃতি নিয়ে ধেয়ে আসে,
চোখে ভেসে ওঠে পুরনো দৃশ্য
যেন ছেঁড়া পর্দার ফাঁকে দেখা ধোঁয়াশা।
আকাশটা তখন হয় ধূসর রঙের
পাখির গান থেমে যায়, নিস্তব্ধ চারপাশ;
বাতাসেও বয়ে যায় বিষাদের সুর
মন খুঁজে ফেরে হারানো উষ্ণতার ঠিকানা।
বন্ধুর পথ, পায়ের নিচে কাঁটা,
প্রতিটি ধাপ যেন এক নতুন যন্ত্রণা;
তবু থামা যায় না, চলতে হয় সবার মতো
বাঁচার দায়ে, স্বপ্নের মিথ্যে মোহে।
কষ্টের দিনগুলো শিক্ষকের মতো
তারা শেখায় ধৈর্যের মর্ম,
তারা শেখায় কেমন করে দাঁড়াতে হয়
যখন মাটি সরেও দাঁড়ানোর নিচে।
চোখের জলে ভিজে যায় রাতের বালিশ,
কিন্তু সেই জল কখনও বুক থেকে ধুয়ে নেয়
অতীতের পাথর হয়ে থাকা স্মৃতি।
তবু সেই পাথরের ভাঁজেই
জন্ম নেয় নতুন দিনের আলো।
কষ্টের দিনগুলো আসে আর যায়
তারা ভাঙে, তারা গড়ে।
তারা মনের অজান্তে শক্ত করে দেয়
আর বলে—এই জীবন,
একে বয়ে নিয়ে যেতে শিখো।
তাই যখন কষ্টের দিন আসে
তখন মনে রাখি- এটি স্থায়ী নয়,
একদিন এই মেঘ সরবেই
সূর্য আবার উঠবেই।
এফপি/এমআই