মুস্তাফিজুর রহমানের আইপিএলে খেলা নিয়ে তৈরি হওয়া আলোচনা ও বিতর্ক নিয়ে অবশেষে মুখ খুলেছে বিসিসিআই। বিসিসিআই জানিয়েছে, আইপিএলে বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের নির্দেশনা পায়নি তারা। সে ক্ষেত্রে মুস্তাফিজের জন্য আলাদা কোনো নিষেধাজ্ঞা বা আপত্তি নেই বলে পরিষ্কার করেছে বিসিসিআই।
আইপিএলের আগামী মৌসুমের জন্য ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স।
তবে কয়েক দিন ধরে এই বাঁহাতি পেসারের আইপিএলে খেলার বিপক্ষে ভারতের বিভিন্ন মহল থেকে চাপের মুখে পড়ে বিসিসিআই। তবে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে বোর্ডের এক উচ্চপদস্থ কর্তা জানিয়েছেন, তারা সরকারের পক্ষ থেকে বাংলাদেশি খেলোয়াড়দের আইপিএলে অংশগ্রহণ নিষিদ্ধ করার কোনো নির্দেশনা পাননি।
এফপি/অ