দিনাজপুর জেলা দলের কিক বক্সিং প্রতিযোগিতায় ৪ টি স্বর্ণপদক পেল প্রতিযোগীরা। চলতি মাসের (২৭ ও ২৮ ডিসেম্বর) মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে ১৪ তম জাতীয় কিকবক্সিং প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়।
দিনাজপুর জেলা ক্রীড়া প্রশিক্ষক এ কে এম মাসুদুল ইসলাম মাসুদের নেতৃত্বে ১৫ সদস্য একটি দল সেখানে অংশগ্রহণ করে। ৪ টি স্বর্ণপদক ও ৬টি রৌপ্য এবং ৫ টি ব্রোঞ্জ পদক অর্জন করে। মাহবুবা ৪০ কেজি ওজনের বিভাগে ১টি স্বর্ণপদক ও ২টি রৌপ্য পদক পান। তামিম ৩০ কেজি ওজনের স্বর্ণপদক.ঈশিতা আক্তার স্নেহা ৫৫ কেজি ওজনে স্বর্ণপদক. মনিকা রায় ৪৫ কেজি ওজনে স্বর্ণপদক. কৌশিক রায় ৩৫ কেজি ওজনের রৌপ্য পদক. মোবাশ্বের নাঈম ৭৫ কেজি ওজনে একটি রৌপ্য ও ব্রোঞ্জ পদক পান। আশিকুর রহমান ৮৮ কেজি ওজনের রৌপ্য পদক.মোছাম্মৎ অনন্যা ৩৫ কেজি ওজনে রৌপ্য পদক. তাসিন আক্তার ৮৫ কেজি ওজনের রৌপ্য পদক. সামিউল ইসলাম ৪৫ কেজি ওজনের ব্রঞ্চ পদক. মুক্ত দাস ২৬ কেজি ওজনে ব্রঞ্চ পদক. এবং সজিত রায় পুষ্পান্ন কেজি ওজনে ব্রোঞ্জ পদক পেয়ে জয়লাভ করেন।
সফলতার সাথে দায়িত্ব পালন করেন ম্যানেজার মোহাম্মদ সেলিম পারভেজ। দিনাজপুর জেলার প্রতিযোগীর এই সাফল্যে উচ্ছ্বাসিত ক্রীড়া প্রেমীরা। জেলা ক্রীড়া প্রশিক্ষক এ কে এম মাসুদুল ইসলাম মাসুদ বলেন আমরা শিক্ষার্থীদের শুধু শারীরিক দক্ষতায় সীমাবদ্ধ রাখি না, বরং আত্মনিয়ন্ত্রণ, নৈতিকতা ও নেতৃত্বগুণ বিকাশের ওপর গুরুত্ব দিই। খেলায় হার-জিত থাকবেই, তবে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শৃঙ্খলা ও আত্মবিশ্বাস অর্জন করাই সবচেয়ে বড় অর্জন। এ জেলা থেকে থেকে বিভিন্ন স্তরের প্রতিযোগিতায় ভালো ফল করে একাধিক পদক আনছে ভবিষ্যতে যেন আরো ভালো করতে পারে সেজন্য দিনাজপুর বাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন।
এফপি/জেএস