Dhaka, Tuesday | 30 December 2025
         
English Edition
   
Epaper | Tuesday | 30 December 2025 | English
সারাদেশে কুয়াশা ও গুঁড়ি বৃষ্টির আভাস, শীত থাকবে অব্যাহত
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ আমজনগণ পার্টির শোক
সাত দিন শোক পালনের কর্মসূচি বিএনপির
এভারকেয়ারের সামনে নিরাপত্তা জোরদার
শিরোনাম:

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ আমজনগণ পার্টির শোক

প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ১:২৯ পিএম আপডেট: ৩০.১২.২০২৫ ১:৩২ পিএম  (ভিজিটর : ৫৫)

বাংলা‌দে‌শের প্রথম ম‌হিলা প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বাংলাদেশ আমজনগণ পার্টির গভীর শোক প্রকাশ।

বাংলাদেশ আমজনগণ পার্টির পক্ষ থেকে আমরা গভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছি যে বিএনপি চেয়ারপারসন, তিনবারের প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী, দেশমাতা বেগম খালেদা জিয়া আজ সকাল ৬:০০টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর এই মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।

বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রতীক, যিনি কঠিন সময়েও আপসহীনভাবে জনগণের পক্ষে অবস্থান নিয়েছেন। রাষ্ট্র আজ হারাল একজন পরীক্ষিত দেশপ্রেমিক, গণতন্ত্রের লড়াকু সৈনিককে।

বাংলাদেশ আমজনগণ পার্টির আহ্বায়ক ড. মোহাম্মদ রফিকুল আমীন গভীর শোক প্রকাশ করে বলেন, “বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ একজন সাহসী ও দূরদর্শী নেত্রীকে হারাল। তাঁর ত্যাগ ও সংগ্রাম এই জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”

সদস্যসচিব ফাতিমা তাসনীম বলেন, আজকের এই দিনে আমরা হারালাম এক সাহসী, দৃঢ়চেতা ও আপসহীন নারী নেতৃত্বকে, তিনি ছিলেন একজন সংগ্রামী মাতা, এক অবিচল দেশপ্রেমিক, যিনি গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার লড়াইয়ে নিজেকে উৎসর্গ করেছিলেন। এটি শুধু বিএনপির নয়, সমগ্র জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর দেশপ্রেম, নেতৃত্বগুণ ও আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে যুগে যুগে।

আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও দেশবাসীর প্রতি জানাই গভীর সমবেদনা।  
আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করুন।

এফপি/অ
  


সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
🔝